ভেঙেছে বিয়ে! বিশ্বজয়ের পর প্রথম ম্যাচেই স্বমহিমায় উজ্জ্বল স্মৃতি মান্ধানা, গড়লেন ওয়ার্ল্ড রেকর্ড

Published on:

Published on:

Smriti Mandhana sets world record against Sri Lanka.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ফের দেড় মাস পর মাঠে নেমেছে ভারতের মহিলা ক্রিকেট দল। যেখানে, ভারতীয় দল T20 সিরিজে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার। এই সিরিজের প্রথম ম্যাচটি বিশাখাপত্তনমে সম্পন্ন হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বিগত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ভারতীয় দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ওই ম্যাচে একটি ছোট ইনিংস খেললেও দুর্ধর্ষ রেকর্ড গড়েছেন।

বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana):

জানিয়ে রাখি যে, বিশাখাপত্তনমে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম T20-তে, জেমিমা রড্রিগেজের দুর্দান্ত ৬৯ রানের ইনিংস এবং দীপ্তি শর্মা ও অন্যান্য বোলারদের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে টিম ইন্ডিয়া ৮ উইকেটের সহজ জয় অর্জন করে। ভারতীয় মহিলা দলের তারকা ব্যাটার এবং সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানাও এই ম্যাচের মাধ্যমে তাঁর দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন। প্রথমবারের মতো টিম ইন্ডিয়াকে বিশ্বচ্যাম্পিয়ন করে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এদিকে, ব্যক্তিগত জীবনে তিনি সম্প্রতি বড় ধাক্কার সম্মুখীন হন। শেষ মুহূর্তে হঠাৎ করেই তাঁর বিয়ে ভেঙে ফেলতে হয়।

Smriti Mandhana sets world record against Sri Lanka.

উল্লেখ্য যে, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম T20 ম্যাচে স্মৃতি মান্ধানা বড় ইনিংস খেলতে পারেননি। তিনি ২৫ রান করে আউট হয়ে যান। কিন্তু, এই রান করেও তিনি একটি বিশ্বরেকর্ড গড়েন। স্মৃতি তাঁর ওই ইনিংসের মাধ্যমে, প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে মহিলাদের T20 আন্তর্জাতিকে ৪,০০০ রান পূর্ণ করেন।

আরও পড়ুন: মাত্র দেড় বছরেই বিরাট পরিবর্তন টিম ইন্ডিয়ায়! ৭ জন নতুন খেলোয়াড় খেলবেন T20 বিশ্বকাপ

স্বাভাবিকভাবেই এটি একটি দুর্ধর্ষ রেকর্ড। মূলত, মান্ধানা বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সবচেয়ে কম বল খেলে ৪,০০০ রান করেছেন স্মৃতি। আর এটাই হল তাঁর বিশ্বরেকর্ড।

আরও পড়ুন: মিস করবেন না সুযোগ! Redmi-র এই দুর্ধর্ষ স্মার্টফোনে মিলছে ১০,০০০ টাকার ছাড়, জানুন এখনই

মান্ধানার আগে, শুধুমাত্র নিউজিল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় সুজি বেটস মহিলাদের T20 আন্তর্জাতিকে ৪,০০০ রান করেছিলেন। বেটস ৩,৬৭৫ বলে এই রান করেন। যেখানে স্মৃতি মান্ধানা মাত্র ৩,২২৭ বল খেলে T20-তে ৪,০০০ রান সম্পন্ন করার কৃতিত্ব অর্জন করলেন।