মুম্বাইয়ে আবার ভারতীয় অধিনায়ক! এলিসা পেরির সাথে রেকর্ড দামে RCB-র ঘরে স্মৃতি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ আয়োজিত হচ্ছে প্রথম মহিলা আইপিএলের বহু প্রতীক্ষিত অকশন। আর সেই নিলামে প্রথমেই পাওয়া গেল বড় চমক। নিলামের প্রথম ভাগেই তিন তারকা মহিলা ক্রিকেটারকে নিজেদের দলে নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মার্চ মাসে আয়োজিত হতে চলা মহিলা আইপিএলে একই সাথে খেলতে দেখা যাবে স্মৃতি মান্ধানা, এলিসা পেরি ও সোফি ডিভাইন।

ক্রিকেট বিশ্বের তিন তারকা মহিলা ক্রিকেটের কে একই দলে খেলতে দেখার জন্য এখন থেকেই উৎসুক ক্রিকেট বিশ্ব। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় স্মৃতি মান্ধানাকে দলে নিয়েছে আরসিবি। কিউই অলরাউন্ডার সোফি ডিভাইনকে তারা পেয়েছে মাত্র ৫০ লক্ষ টাকায়। এছাড়া অস্ট্রেলিয়া তথা বিশ্বের সেরা অলরাউন্ডার এলিসা পেরিকে ১ কোটি ৭০ লক্ষ টাকায় দলে নিয়েছে আরসিবি। এছাড়াও তারকা ভারতীয় উইকেটরক্ষক ও অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী রিচা ঘোষকেও ১ কোটি ৯০ লক্ষ টাকায় দলে সামিল করেছে আরসিবি।

richa ghosh

নিলামের প্রথম রাউন্ডের শেষে স্মৃতি হয়েছেন সবচেয়ে দামি ক্রিকেটার। তারপরে প্রথম রাউন্ডের শেষে দ্বিতীয় সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। তাকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে গুজরাট জায়ান্টস। এছাড়া ১ কোটি ৫০ লক্ষ টাকায় ভারতীয় তারকা বোলার রেণুকা সিংহকেও দলে নিয়েছে আরসিবি।

এছাড়া ভারতের বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কৌর যুক্ত হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে। তিনিই যে দলটিকে নেতৃত্ব দেবেন তাতে কোন সন্দেহ নেই। কোচ ঝুলনের সঙ্গে তার জুটি দেখার জন্য মুখে রয়েছে ক্রিকেট বিশ্ব। নিলামে ভারতীয় অধিনায়ককে ১ কোটি ৮০ লক্ষ টাকায় দলে নিয়েছে মুম্বাই। এছাড়া ভারতীয় অলরাউন্ডার ও বাংলার হয়ে খেলা দীপ্তি শর্মাকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স।

এছাড়া গতকাল পাকিস্তানের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো অর্ধশতরান করা জেমিমা রদ্রিগেজ ২ কোটি ২০ লক্ষ টাকায় গিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। ১ কোটি ১০ লক্ষ টাকায় একই শিবিরে গিয়েছেন অজি অধিনায়ক মেগ ল্যানিং। এরপরে ভারতকে অনুর্দ্ধ ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ও আগ্রাসী ওপেনার শেফালী ভার্মাকে ২ কোটি টাকায় দলে নিয়েছে তারা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর