বাংলাহান্ট ডেস্ক : সাপদের নিয়েই জীবন। দীর্ঘদিন ধরেই এই বিষধর প্রাণীদের নিয়ে কাজ করেছেন। বহু সাপ উদ্ধার করেছেন বিভিন্ন জায়গা থেকে। কিন্তু শেষমেষ সাপের জন্যই যে এমন মর্মান্তিক পরিণতি হবে তা কেউ ভাবতেও পারেনি! গলায় কোবরা (Cobra) পেঁচিয়ে বাইক চালানোর সময়ই বিরাট অঘটন ঘটে গেল দীপক মহাবরের সঙ্গে।
কোবরা (Cobra) গলায় পেঁচিয়ে মর্মান্তিক পরিণতি ব্যক্তির
মধ্যপ্রদেশের বাসিন্দা বছর ৩৫ এর দীপক মহাবরের পেশাই ছিল সাপ সংক্রান্ত। একটি কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করলেও পেশাদার সাপুড়েও (Snake Catcher) ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই সাপুড়ে (Cobra) হিসেবে কাজ করছিলেন দীপক। বিভিন্ন জায়গায় বহু সাপ তিনি উদ্ধার করেছেন। প্রায় হাজারের বেশি সাপ নাকি তিনি উদ্ধার করেছেন বলে দাবি।
শ্রাবণ শোভাযাত্রায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল: সম্প্রতি এক জায়গা থেকে একটি কোবরা (Cobra) উদ্ধার করেছিলেন দীপক মহাবর। যত্ন করে একটি কাঁচের পাত্রে রেখে দিয়েছিলেন সাপটিকে। পরিকল্পনা ছিল, আগামীতে শ্রাবণ মাসের শোভাযাত্রায় সাপটিকে (Cobra) প্রদর্শন করবেন জনতার সামনে। কিন্তু তার আগেই ঘটে গেল চরম অঘটন!
আরও পড়ুন : লক্ষ্মীবারে বড় ধাক্কা, ফের বাড়ল দাম! আজ ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে?
বাইক চালাতে গিয়েই অঘটন: জানা যাচ্ছে, সম্প্রতি কোবরাটিকে (Cobra) গলায় মালার মতো পেঁচিয়ে বাইকে করে দুই ছেলেকে স্কুলে ছাড়তে যান দীপক। সব ঠিকঠাকই ছিল। এমনকি রাস্তায় একজন দীপককে দেখে ভিডিও করে রাখেন। তা ভাইরালও হয়। কিন্তু ছেলেদের স্কুলে ছেড়ে ফেরার পথেই ঘটে যায় দুর্ঘটনা। গলায় পেঁচিয়ে থাকা সাপটি (Cobra) আচমকাই ছোবল মারে দীপককে!
আরও পড়ুন : মুগ ডাল চিলা থেকে গ্রিলড ফিশ, স্বাস্থ্যসম্মত খাবারে ঢেলে সাজল সংসদের নতুন মেনু! কী কী থাকছে তালিকায়?
রাস্তার লোকজন তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু শেষরক্ষা করা যায়নি। অ্যান্টি ভেনম দেওয়া হলেও প্রয়াত হন তিনি। স্ত্রীর মৃত্যু হয়েছে আগেই। এমতাবস্থায় দুই সন্তানকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন আত্মীয়স্বজনরা। এই ঘটনার জেরে সচেতন হয়ে পড়েছেন আত্মীয়স্বজনরা। এই ঘটনার জেরে সচেতন হওয়ার বার্তাও দিয়েছেন পরিবেশবিদরা।