আবহাওয়ার খবরঃ তুষার চাদরে ঢাকল ছাঙ্গু ও সান্দাকফু

 বাংলাহান্ট ডেস্কঃ দার্জিলিং এর পর সিকিমের ছাঙ্গুতে নতুন করে শুরু হল তুষারপাত। প্রায় মাসখানেক পর বরফে ঢেকেছে সান্দাকফু। রবিবার বিকেলে সান্দাকফুতে তুষারপাতে আপ্লুত পর্যটকরা। তুষারপাতের পাশাপাশি রবিবার বিকেলের দিকে কিছুটা শিলাবৃষ্টিও হয়েছে। যার জেরে খুশিতে ডগমগ সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরা।

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যখন তাপমাত্রা কমে আসছে সেখানে এভাবে তুষারের চাদরে সান্দাকফু ঢেকে যাওয়ায় যথেষ্ট আপ্লুত পর্যটকরা। তুষারপাতের প্রত্যাশা একেবারে না থাকলেও এই উপরি পাওনায় খুশি সকলেই। আবহাওয়াও মোটের ওপর ভাল। পর্যটকরাও জমিয়ে উপভোগ করছে এই তুষারপাত।

download 72

এর আগে জানুয়ারি মাসে সান্দাকফুতে বেশ কয়েকদিন তুষারপাত হয়েছে। ফেডারেশন অব এনভায়রনমেন্ট প্রোটেকশন সোসাইটির সভাপতি ভরত প্রকাশ রাই বলেন, ‘রবিবার বিকেল নাগাদ তুষারপাত শুরু হয়। যথেষ্ট পরিমাণে তুষারপাত হয়েছে। এক ধাক্কায় তাপমাত্রাও অনেকটা কমেছে।’‌

সিকিমের ছাঙ্গুতে এই সময় বরফ দেখা গেলেও নতুন করে তুষারপাত হয় না। তাই এই সময়ের পর্যটকদের কাছে তা বাড়তি পাওনা।  তুষারপাত শুরু হলেও ছাঙ্গুতে এখনও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যদিও স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী যেকোনো পরিস্থিতির মোকাবিলায় তৈরি রয়েছে বলে জানা যাচ্ছে।


সম্পর্কিত খবর