আর মাত্র একধাপ, আদিত্য L-1 নিয়ে সামনে এল বড় আপডেট, ফের একবার ইতিহাস গড়ার পথে ISRO

বাংলা হান্ট ডেস্ক : গত বছর ২ সেপ্টেম্বর ( 2nd September) আদিত্য এল ১ লঞ্চ করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে। এটি ভারতের মহাকাশ সংস্থা (Space Agency) ইসরোর (ISRO) প্রথম সৌর মিশন (Solar Mission)। এটি মহাকাশে প্রায় ১২০ দিন সফলভাবে অতিক্রম করেছে। তাই বছরের শুরুতেই ইসরো একটি সুখবর শোনাল সকলে। যা শুনলে হয়তো আপনিও খুশি হবেন। এই সাফল্য বিশ্বের সকলেরই নজর কেড়েছে। কি সেই সাফল্য? চলুন দেখেনি।

বছরের প্রথম দিনেই ইতিহাস গড়ে তুলেছে ইসরো। আপনারা এই বিষয়টি সম্পর্ক জানলে অনেক গর্ব-বোধ করবেন। কারণ আমরা এই সফলতার প্রায় মুখের দিকে রয়েছি। এই বিষয় নিয়ে ইসরো প্রধান এস সোমনাথ (S. Somnath) কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘আদিত্য এল-১ (Aditya-l1) খুব শীঘ্রই লাগ্রাঞ্জ পয়েন্টে (Lagrange Point) পৌঁছাবে’। এছাড়া তিনি আদিত্য এল ১-র সূর্যের কাছাকাছি পৌঁছনোর তারিখও জানান, ‘৬ই জানুয়ারি (6th January) বিকাল ৪টায় আদিত্য এল ১ সূর্যের খুব কাছাকাছি পৌঁছবে’। তাই পুরো বিষয়টির সফলতা নির্ভর করছে ৬ই জানুয়ারির উপর।

আদিত্য এল-১ লঞ্চ করা হয়েছিল ২ সেপ্টেম্বর। যা তার নির্দিষ্ট গন্তব্যের দিকে অতিক্রম করতে চলেছে। ওই দিন যদি সফলভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হয় তাহলে, এল-১ তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে। কিন্তু এখনও বিজ্ঞান মহলের আশঙ্কা রয়েছে, সেদিন যদি কোনও ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে এটি চিরতরের জন্য ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

surja

তাছাড়া এই গোটা বিষয়টি নিয়ে ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, ‘এল-১ এর চূড়ান্ত ফায়ারিংয়ের সময় যদি কোনও কারণে একটু এদিক ওদিক হয় তাহলে, সেটি গন্তব্যে পৌঁছতে পারবে না। কারণ সেটি সেখানেই ধ্বংস হয়ে যাবে। তাই এই চূড়ান্ত ফায়ারিং এমনভাবে প্রয়োগ করতে হবে যে এই প্রচেষ্টা যেন সফলতা পায়। যাতে আদিত্য এল-১ সূর্যের কক্ষপথে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করতে পারে। যদিও এটি এতটাও সহজ নয়, এটির প্রত্যেকটি স্টেপের উপর নজর রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এটি সঠিকভাবে কাজ করছে কি না। তার জন্য কয়েকবার পরীক্ষা-নিরীক্ষাও চালাতে হবে’।

আদিত্য এল-১ এখনও পর্যন্ত ঠিক-ঠাক আপডেট দিয়েছে।

  • এটি রওনা দিয়েছিল ২ সেপ্টেম্বর, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা (Sriharikota) থেকে।
  • তারপর ৩ সেপ্টেম্বর, এটি প্রথম ইবিএন সফলভাবে সম্পন্ন করে।
  • ৫ সেপ্টেম্বর, এটি দ্বিতীয় ইবিএন সফলভাবে সম্পন্ন করে।
  • ১০ সেপ্টেম্বর, এটি তৃতীয় ইবিএন সফলভাবে সম্পন্ন করে।
  • ১৫ সেপ্টেম্বর, এটি চতুর্থ ইবিএন সফলভাবে সম্পন্ন করেছিল।
  • এরপর থেকে আদিত্য এল-১ তথ্য সংগ্রহ করতে শুরু করে।
  • ১৮ই সেপ্টেম্বর, এটি বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ শুরু করে।
  • ২৫ সেপ্টেম্বর এটি সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী L1 বিন্দুর মূল্যায়ন শুরু করে।
  • ৩০ সেপ্টেম্বর এটি আদিত্য এল-১ পৃথিবীর কক্ষপথকে অতিক্রম করে নিজের গন্তব্যের দিকে যাত্রা শুরু করে।
  • ৭ নভেম্বর এটি সূর্যের বায়ুমণ্ডলের প্রথম উচ্চ শক্তির এক্স-রে ছবি তোলে।
  • ১ ডিসেম্বর এটিতে সোলার উইন্ড আয়ন স্পেকট্রোমিটার পেইলট চালু করা হয়েছিল।
  • তারপর ৮ ডিসেম্বর স্যুট পেলোড সূর্যের একটি পূর্ণ ডিস্ক চিত্র ধারণ করে এই আদিত্য এল-১।

৬ই জানুয়ারি আদিত্য এল-১ এর যেখানে পৌঁছনোর কথা সেটি পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে। এই যাত্রা যদি সফল হয় তাহলে সূর্যকে ঘিরে যেসকল প্রশ্ন আজ পর্যন্ত বিশ্বে চলে আসছে, তার অনেকটারই উত্তর পাবেন বলে আশা করছি। সূর্য সম্পর্কে নানা তথ্য বেড়িয়ে আসবে এই আদিত্য এল-১ এর মধ্যে দিয়ে।

সম্পর্কিত খবর