১৬ বছরের কমবয়সীদের জন্য নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া! বড় সিদ্ধান্ত নিল এই দেশের সরকার

Published on:

Published on:

Social media is banned for those under 16 in this country.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে সমগ্র বিশ্বেই সোশ্যাল মিডিয়ার (Social Media) দাপট পরিলক্ষিত হয়। ৮ থেকে ৮০ সকলেই নেটমাধ্যমে অনেকটা সময় অতিবাহিত করেন। তবে, এবার শিশুদের ক্ষেত্রে অনলাইন নিরাপত্তা জোরদার করতে অস্ট্রেলিয়া সরকার একটি কঠোর পদক্ষেপ নিয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কমবয়সীরা আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না।

সোশ্যাল মিডিয়া (Social Media) নিয়ে বড় পদক্ষেপ অস্ট্রেলিয়ায়:

ইতিমধ্যেই এই ঘোষণা করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, শিশুদের মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক বিকাশ রক্ষার জন্য এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়। এই নতুন নিয়মটি আগামী ১০ ডিসেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে। যার পর থেকে অস্ট্রেলিয়ায় কোনও নাবালক-নাবালিকা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, এক্স (পূর্বে টুইটার), ইউটিউব, রেডডিট এবং কিকের মতো প্রধান প্ল্যাটফর্মগুলিতে (Social Media) কোনও অ্যাকাউন্ট তৈরি বা বিদ্যমান অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে না।

আইনটির মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী আলবানিজ জোর দিয়ে বলেছেন যে ডিজিটাল বিশ্ব শিশুদের ভবিষ্যৎকে বিপন্ন করতে পারে না। এই আইনটির লক্ষ্য হল শিশুদের ক্ষতিকারক কনটেন্ট থেকে রক্ষা করা এবং অতিরিক্ত স্ক্রিন টাইমের বিরূপ প্রভাব কমানো। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী গবেষণায় দেখা গেছে যে দীর্ঘমেয়াদী সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার উদ্বেগ, ঘুমের অভাব এবং একাগ্রতার অভাবের মতো সমস্যাগুলিকে বাড়িয়ে তোলে। অস্ট্রেলিয়ার টেলিযোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস নিশ্চিত করেছেন যে, শিশুদের জন্য নিরাপদ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করা সরকারের একটি অগ্রাধিকার।

Social media is banned for those under 16 in this country.

বয়স যাচাই কীভাবে করা হবে: এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, কীভাবে বয়স যাচাই কীভাবে করা হবে? এই বিষয়ে টেলিযোগাযোগমন্ত্রী জানিয়েছেন, এই আইন মেনে চলা নিশ্চিত করতে সোশ্যাল মিডিয়া (Social Media) কোম্পানিগুলিকে উন্নত প্রযুক্তির আশ্রয় নিতে হবে।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণে নতুন প্যাটার্ন? মিলছে এমন কিছু তথ্য… জানলে চমকে উঠবেন

বয়স যাচাইকরণ: ব্যবহারকারীদের সরকারি পরিচয়পত্র বা অন্যান্য অফিসিয়াল নথি জমা দিতে হতে পারে। যদিও, প্ল্যাটফর্মগুলি শুধুমাত্র একটি উৎসের ওপর নির্ভর করবে না।
বয়স অনুমান: চেহারার পরিচিতি বা কণ্ঠস্বর বিশ্লেষণের মতো বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে বয়স অনুমান করা হবে। আচরণ-ভিত্তিক অনুমান: ব্যবহারকারীর শব্দচয়ন, ব্রাউজিং প্যাটার্ন বা নেটওয়ার্ক সংযোগ বিশ্লেষণ করে বয়স অনুমান করা যেতে পারে।

আরও পড়ুন: ৩০ টাকার কমের এই স্টকই শেয়ার বাজারে দেখাচ্ছে ধামাকা! ১৭ শতাংশ বাড়ল দাম

টেলিযোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস স্পষ্ট করে বলেছেন যে, যদিও এই পদ্ধতিগুলি ১০০ শতাংশ নির্ভুল হবে না, তবুও চেষ্টা করে দেখতেই হবে। কোম্পানিগুলি তাদের দর্শকদের ওপর ভিত্তি করে ত্রুটির সীমা নির্ধারণ করতে সক্ষম হবে। তবে এগুলিকে কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক করা হবে।