লাগাতার তিন ম্যাচে ব্যার্থ, স্যোসাল মিডিয়ায় ব্যাপক ট্রলের শিকার বিরাট, বাদ নেই রোহিতও

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের (IPL) দশম ম্যাচে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির (Virat kohli) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং রোহিত শর্মার (Rohit sharma) মুম্বাই ইন্ডিয়ান্স (MI) টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা, ফলে প্রথমে ব্যাটিং করতে আসেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ব্যাটিং করতে এছে দুর্দান্ত শুরু করে ব্যাঙ্গালুরুর দুই ওপেনার অ্যারন ফিঞ্চ এবং দেবদত্ত পাডিকল। দেবদত্ত পাটিকেলের 54 এবং অ্যারন ফিঞ্চের 52 রানের সুবাদে ইনিংসের শুরুটা দুর্দান্ত করে বেঙ্গালুরু। ফিঞ্চ আউট হওয়ার পরে ব্যাট হাতে নামেন অধিনায়ক বিরাট কোহলি। তবে এই দিন ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন অধিনায়ক বিরাট কোহলি। মাত্র 3 রান করেই প্যাভিলিয়নে ফিরে যেতে হল বিরাট কোহলিকে। রহুল চাহারের বলে রোহিত শর্মার হাতে সহজ ক্যাচ তুলে দেন বিরাট।

https://twitter.com/KillerViNo007/status/1310612541165297666?s=20

https://twitter.com/ladywithflaws/status/1310612918967234560?s=20

আর এই নিয়ে এবারের আইপিএলের পরপর তিনটি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ এর বিরুদ্ধে মাত্র 1 রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি, তারপর কিংস ইলেভেন পাঞ্জাব এর বিরুদ্ধে মাত্র 14 রানে ফিরে যান বিরাট কোহলি। আর গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে 11 বলে মাত্র 3 রান করে আউট হন বিরাট কোহলি। আর বিরাট কোহলির এই লাগাতার খারাপ পারফরম্যান্সের ফলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে বিরাট কোহলি কে নিয়ে। সেই সঙ্গে গতকাল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বড় রান চেজ করতে নেমে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। তাই রোহিত শর্মাকে নিয়েই ব্যাপক ট্রল করা হচ্ছে।

https://twitter.com/Sarthak__18/status/1310646621877624832?s=20

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর