কত তম স্বাধীনতা দিবস ভুলে গেলেন বাবুল সুপ্রিয়! ফেসবুকে ছবি দিতেই ট্রোলের শিকার

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল ১৫ই আগস্ট উপলক্ষ্যে গোটা দেশ জুড়ে পালন করা হতে চলেছে ৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day)। ১৯৪৭ সালে ব্রিটিশদের হাত থেকে মুক্তি পায় ভারত। এবছর স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের তরফ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। গোটা দেশবাসীর মাঝে উন্মাদনা চরমে। তবে এর মাঝেই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) ফেসবুক পোস্ট ঘিরে শুরু হলো বিতর্ক। স্বাধীনতা দিবসকে ইস্যু করে বাবুলের ডিপি পরিবর্তন এবং বর্তমানে সেই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনায় সরব হয়েছে অনেকেই।

উল্লেখ্য, এ বছর ১৫ ই আগস্ট গোটা দেশ জুড়ে ৭৬ তম স্বাধীনতা দিবস পালন করা হতে চলেছে। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর ৭৫ বছর কাটিয়ে ৭৬ তম বর্ষে পড়ব আমরা। তবে এর মাঝে বাংলা সহ দেশের বেশ কিছু প্রান্তে বর্ষপূর্তির বিষয়কে নিয়ে জল্পনা ও বিতর্কেএ সৃষ্টি হয়। অনেকেই আগামী ১৫ ই আগস্ট-এর দিনটিকে ‘৭৫ তম স্বাধীনতা দিবস’ বলে ভুল ব্যাখ্যা দিতে থাকেন। এদিন সেই পথে পা মেলালেন তৃণমূল কংগ্রেস মন্ত্রী বাবুল সুপ্রিয়।

উল্লেখ্য, এ বছর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির ডাক দিয়েছে কেন্দ্র। প্রতিটি ঘরে জাতীয় পতাকা তোলার পাশাপাশি দেশবাসীকে তাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করে জাতীয় পতাকার ছবি ব্যবহার করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের ডিপি পরিবর্তন করে স্বাধীনতা সংগ্রামীদের ছবি তুলে ধরেন। এদিন তাদের মন্ত্রী বাবুল সুপ্রিয়ও সেই একই পথে হাঁটেন।

তবে এ সকল বিষয়কেও ছাপিয়ে গিয়েছে স্বাধীনতার ‘সাল’ বিতর্ক। এক্ষেত্রে বাবুল সুপ্রিয় তাঁর প্রোফাইল পিকচারে ‘৭৫ তম স্বাধীনতা দিবস’ লেখা একটি ছবি ব্যবহার করেন, যার পরেই শুরু হয়েছে বিতর্ক। গোটা শেষুয়াল মিডিয়া জুড়ে অনেকেই প্রশ্ন তুলে দিয়েছেন যে, কিভাবে একজন শিক্ষিত মন্ত্রী ভারতের স্বাধীনতা দিবস প্রসঙ্গে ভুল ব্যাখ্যা করতে পারেন।

Screenshot 2022 08 14 at 12.58.31 PM

এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, “সারা ভারত এবছর ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। আপনাদের অর্থাৎ তৃণমূলের মতে কি ভারত ১৯৪৭ এর পরিবর্তে ১৯৪৮ এর ১৫ ই আগস্ট স্বাধীন হয়েছিল?” অপর এক ব্যক্তি লেখেন, “আরে বাবুল দা একজন মন্ত্রী হয়ে ভুলভাল লিখছেন। এটা 76th Independence Day. ৭৫ তম বর্ষপূর্তি। একটু দেখে লিখুন।‌”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর