বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর জাতীয় দলের (Team India) হয়ে ধীরে ধীরে সীমিত ওভারের ক্রিকেটে নিজের একটা আলাদা জায়গা করে নিয়েছেন উমরান মালিক (Umran Malik)। ভারতের ওডিআই ও টি-টোয়েন্টি দলে তাকে আপাতত নিয়মিতভাবে খেলতে দেখা যায়। অদূর ভবিষ্যতে তিনি টেস্ট স্কোয়াডেও জায়গা করে নেবেন বলে আশাবাদী ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। চলতি বছরের শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি কোনও ভারতীয় ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে সবচেয়ে দ্রুতগতিতে করা ডেলিভারীর (১৫৬ কিমি/ঘন্টা) রেকর্ড গড়েছেন।
ইমরান আপাতত দেশের জার্সিতে ওডিআই এবং টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১৬ টি ম্যাচ খেলে ফেলেছেন। এই ১৬ টি আন্তর্জাতিক ম্যাচে তার উইকেট সংখ্যা ২৪। তার ইকোনমি রেট একটু বেশি, কিন্তু এখনো তার বয়স কম এবং প্রতিটি ম্যাচেই তিনি উন্নতি করছেন। কিন্তু তা সত্ত্বেও এই ভারতীয় স্পিডস্টারকে নিয়ে উচ্ছসিত নন পাকিস্তানের প্রাক্তন পেসার সোহেল খান।
পাকিস্তানের হয়ে ২০১৫ বিশ্বকাপ খেলা পেসার সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন একাধিক কারণে। বিরাট কোহলির এবং রোহিত শর্মার বিষয়ে মন্তব্য করে ইতিবাচক এবং নেতিবাচক দুই রকম প্রতিক্রিয়ায় করিয়েছেন তিনি। এবার পাকিস্তানের এই পেসার ভারতের গতিদানবকে নিয়ে মন্তব্য করে মুছে দিয়েছেন যে উমরানের মধ্যে তিনি বিশেষ কিছু দেখছেন না।
সোহেল সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমি এই মুহূর্তে ১২ থেকে ১৫ জন পাকিস্তানের পেশারের কথা বলতে পারি যারা এখনো অবধি খেপ ফেলে বেড়াচ্ছেন কিন্তু তাদের গতি উমরানের চেয়েও বেশি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট তার চেয়েও বেশি গতিসম্পন্ন বোলারে ভরপুর।” সেই সঙ্গে ভবিষ্যতে উমরানের পক্ষে যে শোয়েব আখতারের রেকর্ড ভাঙ্গা সম্ভব না সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। তিনি বলে দিয়েছেন, “কোনও মানুষের পক্ষে নয় একমাত্র বোলিং মেশিনের পক্ষেই শোয়েব আখতারের চেয়ে বেশি জোরে বল করা সম্ভব।”
বিরাট কোহলির সঙ্গে নিজের ২০১৫ বিশ্বকাপের উত্তপ্ত কথোপকথনের কথা প্রকাশ করে সম্প্রতি শিরোনামে এসেছিলেন সোহেল। তিনি সেখানেই থামেননি। এরপর রোহিত শর্মাকে বিরাট কোহলির চেয়ে ভালো ব্যাটার হিসাবেও ঘোষণা করেছিলেন তিনি। বর্তমানে বিতর্কিত মন্তব্য করাটা অভ্যাসে পরিণত করে নিয়েছেন সোহেল।