বাংলাহান্ট ডেস্ক: পুলিসকর্মী, পৌরসভাকর্মী ও দুঃস্থ মানুষের সহায়তায় এগিয়ে এলেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী (Soham chakraborty)। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে করোনা যোদ্ধাদের বাড়ির তৈরি খাবার বিতরণ করলেন সোহম ও তাঁর টিম।
আজ অক্ষয় তৃতীয়া। কিন্তু এমন দিনে সকলেই গৃহবন্দি হয়ে রয়েছেন। শুধু ছাড় নেই পুলিসকর্মী, পৌরসভার সাফাইকর্মীদেরকরোনা মোকাবিলায় তাঁরাই প্রথম সারির যোদ্ধা। সংক্রমণের ভয়ে দীর্ঘদিন বাড়িতেও যেতে পারেননি এই মানুষগুলো। তাই এইসব মানুষদের মুখে হাসি ফোটাতে বাড়ির রান্না করা খাবার বিতরণ করলেন সোহম।
https://www.facebook.com/1588014114813532/posts/2595166030764997/
নিজের টিমকে নিয়ে কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে পুলিসকর্মী, সাফাইকর্মী ও দরিদ্র মানুষদের মুখে খাবার তুলে দিলেন অভিনেতা। তাদের সকলের ভালবাসা ও আশীর্বাদ পেয়ে অভিভূত তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই গোটা কর্মকাণ্ডের ছবি শেয়ার করেছেন সোহম।
https://www.facebook.com/1588014114813532/posts/2594458044169129/
এর আগেও চিৎপুরে অসহায় মানুষদের কাছে পৌঁছে গিয়েছিল সোহমের টিম। মানুষের হাতে তুলে দিয়েছিল খাবার। কালিঘাটেও দরিদ্র মানুষের হাতে খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিতে দেখা গিয়েছিল সোহমের টিমকে।
https://www.facebook.com/1588014114813532/posts/2589445788003688/
লকডাউনের প্রথম থেকেই নানা সাহায্যের কাজে ঝাঁপিয়ে পড়েছে সোহমের টিম। গুড ফ্রাইডে, নববর্ষেও মানুষের মুখে হাসি ফোটাতে রাস্তায় নেমেছেন অভিনেতা। তাঁর ফ্যান ক্লাবের তরফেও পুলিসকর্মী ও দরিদ্র মানুষের সহযোগিতায় উদ্যোগ নেওয়া হয়েছে।
https://www.facebook.com/1588014114813532/posts/2587743171507283/
https://www.facebook.com/1588014114813532/posts/2581701908778076/
নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সোহমকে। তিনি যে খুবই ভাল কাজ করছেন সেটাই সকলে স্বীকার করেছে একবাক্যে। এসবের পাশাপাশি অভিনেতা নিজে বারবার সবাইকে অনুরোধ করেছেন বাড়িতে থাকতে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোতে।