‘দু টাকার গুণ্ডা, মা বোনেরা সবাই চড় থাপ্পড় মারতে শুরু করলে বাংলায় টেকা দায় হবে!’ দিলীপকে তোপ সোহমের

বাংলাহান্ট ডেস্ক: দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) মধ‍্যে বাক‍্য যুদ্ধ। কটাক্ষ পালটা কটাক্ষের লড়াই ক্রমেই মাত্রা ছাড়াচ্ছে। কিছুদিন আগে স্বভাবোচিত ভঙ্গিতে ‘বুকে পা তুলে দেব’ বলে মন্তব‍্য করেছিলেন দিলীপ। তাঁর অশালীন মন্তব‍্য নিয়ে নিন্দার ঝড় উঠেছিল বিভিন্ন মহলে। এবার তার উত্তর দিতে গিয়ে নজিরবিহীন আক্রমণ করে বসেন সোহম।

কিছুদিন আগে  পশ্চিম মেদিনীপুরের বেলদায় প্রাতঃভ্রমণে বেরিয়ে বিষ্ফোরক মন্তব‍্য করেছিলেন দিলীপ ঘোষ। ১০০ দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করছিলেন অনেকে। বিজেপি সাংসদের সামনেই বিক্ষোভ প্রদর্শন করেছিলেন অনেকে। বিরক্ত হয়ে দিলীপ ঘোষ বলে উঠেছিলেন, ‘সকাল সকাল চোরদের মুখ দেখতে হল। বুকের উপরে পা তুলে দেব রে!’

   

Untitled design 2022 08 25T141742.449 1
সাংসদের এহেন অশোভন মন্তব‍্য নিয়ে নিন্দায় মুখর হয়েছিল রাজনৈতিক মহল। এবার সেই মন্তব‍্যের পালটা দিলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। দূর্গাপুরের সভা থেকে দিলীপ ঘোষকে নজিরবিহীন কটাক্ষ করে ‘দু টাকার গুণ্ডা’ বলে মন্তব‍্য করেন সোহম।

এদিন অভিনেতা বিধায়ক বলেন, তিনি বলছেন যে তাঁর হাতে তরোয়াল থাকলে সবাই ভয় পায়। কিন্তু আসলে তিনি ভয় পেয়েছেন বলেই তরোয়াল তুলেছেন। কিন্তু সোহম বলেন, ‘আমাদের তরোয়ালের প্রয়োজন নেই। দশভূজা আমাদের মা। আমাদের নেত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে উন্নয়ন আছে। ওটাই সবথেকে বড় অস্ত্র।’

সোহম আরো বলেন, কথাতেই মানুষের শিক্ষার পরিচয়। দিলীপ ঘোষের কুরুচিঅর কথাবার্তা বুঝিয়ে দেয় তিনি আদতে একজন ‘অশিক্ষিত’ মানুষ। তৃণমূল বিধায়ক দাবি করেন, মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সুশাসনে রাজ‍্যে গণতন্ত্র রয়েছে। তাই তৃণমূল নেত্রী সম্পর্কে অপপ্রচার করার সুযোগ পাচ্ছে বিরোধী দল। যেদিন ধৈর্যের বাঁধ ভাঙবে সেদিন বাংলায় আর কোনো সন্ত্রাসবাদী দল থাকবে না।

Soham
দিলীপ ঘোষের বেফাঁস মন্তব‍্যের উত্তরে ঝাঁঝালো কটাক্ষ শানিয়ে সোহম বলেন, দিলীপ ঘোষের কাছ থেকে কোনোদিন মানুষের জন‍্য ভাল কথা শুনতে পাননি। বুকে লাথি মারছেন উনি, গলায় পা তুলে দিচ্ছেন। এবার মা বোনেরা সবাই একত্র হয়ে চড় থাপ্পড় মারতে শুরু করলে বাংলায় টেকা দায় হবে!

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর