সোহম চক্রবর্তীর ফেসবুক পেজ হ‍্যাক! মুছে ফেলা হল একাধিক পোস্ট

বাংলাহান্ট ডেস্ক: হ‍্যাক (hack) হল অভিনেতা সোহম চক্রবর্তীর (soham chakraborty) ফেসবুক পেজ (facebook page)। হ‍্যাক করে কমিয়ে দেওয়া হয়েছে তাঁর ফলোয়ার সংখ‍্যা। মুছে দেওয়া হয়েছে গত বছরে তাঁর ফেসবুক পেজে করা একাধিক পোস্ট। ইতিমধ‍্যেই লালবাজারে অভিযোগ দায়ের করেছেন সোহম।

অভিনেতা জানান, গত বুধবার হ‍্যাক করা হয় তাঁর ফেসবুক পেজ। গত মঙ্গলবার থেকেই বিভিন্ন জায়গা থেকে আইওএস ডিভাইসের মাধ‍্যমে হ‍্যাক করা চেষ্টা হয় সোহমের ফেসবুক পেজ। তাঁর ফলোয়ার ৯ লক্ষ থেকে কমে গিয়ে হয় ২ লক্ষ। এমনকি গত ১৯ অক্টোবর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সব পোস্টও ডিলিট করে দেওয়া হয়।

soham4
ফেসবুকে লাইভ করে অনুরাগীদের বিষয়টা জানান সোহম। তিনি আরো বলেন, যারা তাঁকে দমিয়ে রাখার চেষ্টা করছেন তারা কখনোই সফল হবে না। বেহালা ও লালবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ইতিমধ‍্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিস।

সম্প্রতি অভিনেত্রী মানালি দের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও হ‍্যাক করা হয়। অনুরাগীদের সতর্ক করে মানালি অনুরোধ করেন তাঁর অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া স্ট‍্যাটাস বা মেসেজের কোনো উত্তর না দিতে। হ‍্যাক হয় সুরকার জয় সরকারের ফেসবুক পেজও। নানা অশ্লীল ভিডিও শেয়ার হতে থাকে সেখানে। সাইবার ক্রাইমে অভিযোগ জানান তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর