বাংলাহান্ট ডেস্ক: পুরনো সিরিয়াল হটিয়ে জি বাংলায় জাঁকিয়ে বসেছিল ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri)। চপশিল্প নিয়ে সিরিয়াল, তিন বোনের গল্পকে অনেকেই স্টার জলসার হিট সিরিয়াল ‘গাঁটছড়া’র সঙ্গে তুলনা করেছিলেন। শুরুর আগে থেকেই ট্রোল হয়ে আসছিল উড়ন তুবড়ি। পরবর্তীকালে টিআরপিও তুলতে ব্যর্থ হয় এই সিরিয়াল।
তুবড়ি আর অর্জুনের জুটি দর্শকদের মন জয় করতে পারছে না। প্রথমে সন্ধ্যা ছটার টাইম স্লটে শুরু হয়েছিল উড়ন তুবড়ি। অচিরেই টিআরপির হাল দেখে সন্ধ্যার স্লট বদলে পাঠানো হয় রাত সাড়ে দশটার স্লটে। টিআরপির উন্নতি হওয়ার বদলে আরো কমে গিয়েছে নম্বর।
কম টিআরপি নিয়েই ১০০ পর্ব ছুঁয়ে ফেলেছে উড়ন তুবড়ি। সেটের মধ্যেই হয়েছে চিরাচরিত সেলিব্রেশন। কেক কেটে উদযাপন করেছে সিরিয়ালের কলাকুশলীরা। এত আনন্দের মাঝেই গলায় কাঁটার মতো বিঁধে রয়েছে কম টিআরপি। জি বাংলায় এই মুহূর্তে যে কটি সিরিয়াল চলছে তাদের মধ্যে সবথেকে নীচে রয়েছে উড়ন তুবড়ি।
যদিও তুবড়ি অর্থাৎ সোহিনী বন্দ্যোপাধ্যায় (Sohini Banerjee) এসব নিয়ে একেবারেই ভাবিত নন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, টিআরপি যাই উঠুক না কেন, তাঁরা নিজেদের কাজটা করে যান। নিজেদের ১০০ শতাংশ দিতে হবে, সেটা জানেন তাঁরা। তাই টিআরপি কমা বা বাড়া কোনো কিছুই তাঁকে বিচলিত করতে পারে না বলেই জানান সোহিনী। শুধু ভাল কাজ করতে চান তিনি। আর ১০০ পর্ব উদযাপনে ভালমন্দ খাওয়াদাওয়া হবে সেটা উপরি পাওনা।
কিছুদিন আগেই সোহিনীর ব্যক্তিগত জীবন চর্চায় উঠে এসেছিল। মডেল সুস্মিতা পাল অভিযোগ করেছিলেন, নিজের দীর্ঘদিনের প্রেমিক থাকা সত্ত্বেও তাঁর স্বামীর সঙ্গে প্রেম করেন পর্দার তুবড়ি। সোশ্যাল মিডিয়ায় সোহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে একটি বড়সড় পোস্ট করেছিলেন সুস্মিতা।
সেখানে তিনি দাবি করেন, নিজের প্রেমিক থাকা সত্ত্বেও তাঁর স্বামী সন্দীপন পারিয়ালের সঙ্গে সিনেমা দেখতে, ডিনার করতে যান সোহিনী। সুস্মিতা এও লিখেছিলেন, নিজের স্বামীর পরকীয়ার জন্য তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন, আত্মহত্যার কথা ভাবছেন। পালটা উত্তর দিয়েছিলেন সোহিনীও।