বাংলাহান্ট ডেস্ক: বড় ফাঁড়া ছিল কপালে। হতে পারত প্রাণসংশয়! সেই ফাঁড়া কাটিয়ে ফিরলেন সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta) এবং সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik)। দক্ষিণ কলকাতার মা ফ্লাইওভারে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন দুজনে। সেই ভয়াবহ অভিজ্ঞতাই শেয়ার করেছেন তাঁরা।
ঠিক কী হয়েছিল? সপ্তর্ষির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পোস্ট থেকে জানা যায়, মা ফ্লাইওভারের উপরে একটি গাড়ি অন্য দিক থেকে এসে তাঁদের গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। আর এতে প্রায় ধাক্কা মেরেই সপ্তর্ষিদের গাড়িটিকে ঠেলে দেয় অন্য একটি গাড়ির দিকে।
অভিনেতা লিখেছেন, তাঁদের গাড়িটা ফ্লাইওভার থেকে পড়ে যেতে পারত বা অন্য একটি বাইক আরোহীকে হয়তো পিষেই দিতেন তাঁরা। কিন্তু তাঁদের গাড়ি চালকের তৎপরতায় সে যাত্রা রক্ষা পান তাঁরা। সপ্তর্ষি আরও জানিয়েছেন, অভিযুক্ত গাড়ির চালককে গিয়ে ধরলে তাঁরা দেখেন তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন।
সংবাদ মাধ্যমকে সপ্তর্ষি জানান, ডান দিক থেকে এসে অতর্কিতে গাড়িটি ধাক্কা মারে তাঁদের গাড়িকে। প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে সপ্তর্ষিদের গাড়িটি বাঁদিকে বাইককে ধাক্কা মারতে যাচ্ছিল। ড্রাইভারের সতর্কতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কিন্তু অভিযুক্ত গাড়ির চালকের কোনো হেলদোলই দেখা যায়নি বলে অভিযোগ সপ্তর্ষির। এমনকি তিনি নাকি ক্ষমা পর্যন্ত চাননি।
সোশ্যাল মিডিয়ায় সোহিনী সপ্তর্ষির ভয়াবহ অভিজ্ঞতার কথা পড়ে চিন্তায় পড়ে যান নেটিজেনরা। অনেকেই প্রকাশ করেছেন উদ্বেগ। তবে সপ্তর্ষি সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, তাঁরা সম্পূর্ণ সুস্থ আছেন। তবে এহেন অবাঞ্ছিত ঘটনার সম্মুখীন যাতে আর কাউকে না হতে হয় তার জন্য কলকাতা পুলিশের কাছে বিষয়টা নজরে রাখার আবেদন করেছেন অভিনেতা।