‘সোজা বাংলায় বলছি’- নতুন ভিডিও সিরিজের পথে তৃণমূল, নেতৃত্বে রয়েছেন মমতা

বাংলাহান্ট ডেস্কঃ ‘দিদিকে বলো’-র পর এবার তৃণমূল (All India Trinamool Congress) নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) টার্গেট বাংলা ভাষা। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বঙ্গ তৃণমূল। বিজেপি বাহিনীর সব আশায় জল ঢালতে এবারে তাঁদের লক্ষ্য বাঙালির বাংলা ভাষা। গেরুয়া বাহিনীর হাতিয়ার যদি হিন্দুত্ববাদ হয়, তাহলে সবুজ বাহিনী এগোবে বাংলা ভাষাকে পাথেয় করে।

দিদির নতুন কর্মসূচী
দিদিকে বলো-তে দারুণ সাফল্য পেয়ে এবার বাংলা ভাষাকেই কাজে লাগিয়ে বাংলার মানুষকে তৃণমূল মন্ত্রে দীক্ষিত করতে চাইছেন দিদিমণি। বিগত দিনে একুশের মঞ্চ থেকে এরকমই একটা কর্মসূচীর আভাষ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এবার তা কাজে করে দেখানোর সময় এসে গেছে।

mamata banerjee 3 1

অনলাইনের একুশে সমাবেশ
লকডাউনের মধ্যে বিজেপির ভার্চুয়াল বৈঠকে সাড়া জাগানো সাফল্য দেখে, সেই পথেই হেঁটেছিল বাংলার তৃণমূল। এবারে আর প্রকাশ্যে নয়, অনলাইনেই আয়োজন করা হয়েছিল একুশের শহীদ স্মরণের সভা। সেই মঞ্চ থেকে একাধিক নতুন প্রতিশ্রুতিতে অঙ্গীকার বদ্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী।

সোজা বাংলায় বলছি
সেই সূত্র ধরেই বাংলা ভাষাকে টার্গেট করে এবার এগিয়ে যাওয়ার লক্ষ্যে তৃণমূল। গৃহীত হচ্ছে নতুন প্রচারাভিযান ‘সোজা বাংলায় বলছি’। এবার থেকে ভিডিও বার্তা পৌঁছাবে মানুষের কাছে। সপ্তাহে তিনদিন অর্থাৎ বুধবার এবং শুক্রবার ও রবিবার সকাল ১১টায় মাত্র এক মিনিটের একটি সাড়া জাগানো ভিডিও পোস্ট করা হবে স্যোশাল মিডিয়ায়।

u7q5hi6 mamata banerjee cyclone amphan control room

পরিবেশনায় ডেরেক ও’ব্রায়েন
‘সোজা বাংলায় বলছি’ এই ভিডিও সিরিজ পরিবেশনার দায়িত্বে থাকবেন রাজ্যসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন। আগামী কয়েকমাস ধরে এই ভিডিও সিরিজে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরা হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর