Solanki Roy: ‘মানুষের পাশে দাঁড়াতে রাজনীতি লাগে না’, নাম না করে কাকে কটাক্ষ শোলাঙ্কির!

বাংলাহান্ট ডেস্ক : অভিনয়ের সঙ্গে রাজনীতি করা যায় না, এমনটাই মত শোলাঙ্কি রায়ের (Solanki Roy)। রাজনৈতিক (Politics) পরিবারের মেয়ে হওয়ায় বিষয়টা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল তিনি। এক সময়ে নিজেও ছিলেন রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু এখন মত বদলেছে অভিনেত্রীর। পুরোপুরি অভিনয় জগতের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন শোলাঙ্কি (Solanki Roy)। অভিনেতা অভিনেত্রীদের রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে এবার মুখ খুললেন তিনি।

আগেও রাজনীতি করেছেন শোলাঙ্কি (Solanki Roy)

বর্তমানে অভিনয় জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে রাজনীতি। পরপর অভিনেতা অভিনেত্রীরা ঢুকে পড়ছেন রাজনীতির আঙিনায়। বিশেষ করে নির্বাচনের সময়েই দেখা যায় রাজনীতিতে যোগ দেওয়ার হিড়িক। অনেকে নির্বাচনে লড়ার টিকিটও পেয়ে যান। জিতলে থেকে যান দলে, ব্যর্থ হলে অনেকেই ফিরে আসেন অভিনয়ে। শোলাঙ্কি (Solanki Roy) নিজে রাজনৈতিক পরিবারের মেয়ে। তাঁর বাবা এক সময়ে রাজনীতি করতেন। যাদবপুরে পড়াকালীন শোলাঙ্কি (Solanki Roy) নিজেও যুক্ত ছিলেন সক্রিয় রাজনীতির সঙ্গে। তবে বর্তমানে সেখান থেকে সরে এসেছেন তিনি।

   

আরো পড়ুন : Chandni Saha: নায়িকা থেকে সোজা সাইড রোল, এই একটি কারণেই আর মুখ্য চরিত্রে সুযোগ পান না চাঁদনি!

অভিনয় এবং রাজনীতি নিয়ে অকপট অভিনেত্রী

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এক সময় যেহেতু তিনি রাজনীতিটা করেছেন, সেই কারণেই আর সেখানে ফিরবেন না। তবে তাঁর মতে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করতে হয় না। মাথার উপরে কোনো রাজনৈতিক ছাতার প্রয়োজনও হয় না।

আরো পড়ুন : Titiksha Das: ফের দুই বোনের গল্পে চড়বে টিআরপি, ‘ইচ্ছে পুতুল’ এর পর নতুন রূপে কামব্যাক তিতিক্ষার

করোনা কালের প্রসঙ্গ টেনে শোলাঙ্কি (Solanki Roy) বলেন, করোনার সময়ে সোনু সুদ রাস্তায় নেমেছিলেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাঁর কোনো রাজনীতির প্রয়োজন হয়নি। অভিনেত্রীর মতে, রাজনীতি ফুল টাইম কাজ। অভিনয়ের পাশাপাশি রাজনীতি করা সম্ভব নয় তাঁর পক্ষে। যাঁরা দক্ষ তাঁরা পারেন।

Solanki Roy

বর্তমানে ছোটপর্দা থেকে খানিক বিরতি নিয়ে সিনেমা এবং ওয়েব সিরিজে মন দিয়েছেন শোলাঙ্কি। ছোটপর্দায় তাঁকে শেষ বার দেখা গিয়েছে ‘গাঁটছড়া’ সিরিয়ালে। অন্যদিকে মাস কয়েক আগে মুক্তি পেয়েছে শোলাঙ্কি অভিনীত ওয়েব সিরিজ ‘বোকা বাক্সতে বন্দি’।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর