শুরু হয়ে গেল বিশেষ সূর্যগ্রহন ! ক্লিক করে দেখুন সরাসরি লাইভ ভিডিও

বিগত কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে থাকার পর, আজ এসেছে সেই বিশেষ দিন। indian institute of astrophysics এর তরফ থেকে বলা হয়েছেে, ২১ শে জুন রবিবার সকাল ১০ টা বেজে থেকে ১৩ মিনিট ৫২ সেকেন্ডে শুরু হবে এই সূর্য গ্রহণ (solar eclipse) । স্থায়ী হবে ১২টা বেজে ১০ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত। এবং এই গ্রহণ শেষ হবে শেষ হবে দুপুর ২টো বেজে ২ মিনিট ১৭ সেকেন্ডে। তবে এবারের এই সূর্যগ্রহণ পূর্ণ নয়, কক্ষপথে চলতে চলতে আংশিক ভাবে চাঁদের ছায়া সূর্যের উপর পড়বে।

দেখুন লাইভ ভিডিও (solar eclipse 2020 live stream):

সম্পূর্ণ না হলেও আংশিকভাবে দেখা যাবে এই গ্রহণ। চাঁদের ছায়া আংশিকভাবে সূর্যের উপর পড়ার ফলে, আগুনের আংটি তৈরি হচ্ছে। ১৯৯৫ সালের ২৪ শে অক্টোবর একবার এই ঘটনার সাক্ষী থেকেছিল মানুষজন।


সম্পর্কিত খবর