এগিয়ে আসছে পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন! দেখুন, কবে বিশ্ববাসী দেখতে পারবেন এই বিরল দৃশ্য

বাংলাহান্ট ডেস্ক : গত ৮ ই এপ্রিল ছিল চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যায়নি। চৈত্র অমাবস্যায় হওয়া এই সূর্যগ্রহণ অত্যন্ত বিরল। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার লক্ষ লক্ষ মানুষ এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে পেরেছেন। এরপর পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে ইউরোপে।

যদিও ইউরোপবাসীর পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে আরো ২ বছর। পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ ইউরোপ থেকে দেখা যাবে ২০২৬ সালে। এই গ্রহণে সূর্য সম্পূর্ণ ভাবে ঢেকে যাবে চাঁদের ছায়ায়। দিনের বেলা ইউরোপ জুড়ে নেমে আসবে অন্ধকার। বিশ্ববাসী ফের বিরল এই সূর্যগ্রহণের সাক্ষী হবে ২০২৬ সালের ১২ অগাস্ট। এদিন সূর্য সম্পূর্ণভাবে চাঁদের ছায়ায় ঢেকে যাবে।

আরোও পড়ুন : ভারত বয়কট না ব্যাং! ছুটি কাটাতে এ দেশেই আসছে বাংলাদেশিরা, ভিড় পর্যটন স্থলে

পাতলা বলয়ের আকারে সূর্যালোক দেখা যাবে শুধু। এই পূর্ন গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং রাশিয়ার বেশ কয়েকটি জায়গা থেকে। জানা গেছে, চাঁদের ছায়া এদিন পৃথিবীর বুকে ২৯৩ কিলোমিটার পথ অতিক্রম করবে ৯৬ মিনিটে। রাশিয়ার উত্তর ভাগ হয়ে এগিয়ে যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনের দিকে।

solar eclipse 1623208829

এই সময়কালে ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হবে এই গ্রহণ। মেক্সিকো, আমেরিকা, কানাডা থেকে গত ৮ এপ্রিল পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা গিয়েছিল। এই সূর্যগ্রহণ স্থায়ী হয়েছিল প্রায় ৪ মিনিট ২৭ সেকেন্ড। এই বিরল মহাজাগতিক দৃশ্য ক্যামেরাবন্দি হয় আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার ক্যামেরায়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর