৫০ বছরে এই প্রথম! বিরল সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব, ৭.৫ মিনিট সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে চারদিক

বাংলাহান্ট ডেস্ক : এক বিরল সূর্য গ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। খুব শীঘ্রই ঘটতে চলেছে দীর্ঘতম সূর্য গ্রহণ। ৫০ বছরে এই প্রথম এমন সূর্য গ্রহণের সাক্ষী থাকবে বিশ্ববাসী। ধারণা করা হচ্ছে এই সূর্য গ্রহণ চলতে পারে প্রায় ৭.৫ মিনিট পর্যন্ত। এত দীর্ঘ সময় ধরে সূর্য গ্রহণ হওয়া নিঃসন্দেহে একটি অতুলনীয় ঘটনা।

তবে এই ঘটনা যে প্রথম ঘটতে চলেছে তা কিন্তু নয়। বিশ্ববাসী এর আগেও এই ধরনের দীর্ঘ সূর্য গ্রহণের সাক্ষী থেকেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলে আগামী ৮ই এপ্রিল ঘটতে চলেছে এই বিরল ঘটনা। সকাল ১১টা বেজে ৭ মিনিটে এই বিরল মহাজগতিক দৃশ্য প্রত্যক্ষ করা যাবে।

আরোও পড়ুন : 4G সার্ভিস নিয়ে এবার মাঠে নামছে BSNL! সুপারফাস্ট ইন্টারনেটের সুবিধা পাবে এই শহরগুলো

গ্রহণ নিয়ে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে রয়েছে কুসংস্কার। যদিও বিজ্ঞান বারবার প্রমাণ করেছে যে কুসংস্কারের কোনও জায়গা নেই চন্দ্র, সূর্য গ্রহণকে কেন্দ্র করে। সূর্য গ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী স্থানে চলে আসবে চাঁদ। তার ফলে ঢাকা পড়বে সূর্যের আলো, পৃথিবীতে পড়বে চাঁদের ছায়া।

A solar eclipse is going to happen next year

 

সূর্যকে যখন চাঁদ সম্পূর্ণ ভাবে ঢেকে ফেলবে তখন হবে পূর্ণগ্রাস সূর্য গ্রহণ। বিজ্ঞানীরা বলছেন,আসন্ন এই সূর্য গ্রহণটি স্থায়ী হবে প্রায় সাড়ে সাত মিনিট। দীর্ঘ সময় ধরে চাঁদ ঢেকে রাখবে সূর্যকে, তাই এটিকে বিরল সূর্য গ্রহণ বলা হচ্ছে। ১৯৭৩ সালে এই ধরনের বিরল সূর্য গ্রহণ শেষবার দেখা গিয়েছিল আফ্রিকাতে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর