4G সার্ভিস নিয়ে এবার মাঠে নামছে BSNL! সুপারফাস্ট ইন্টারনেটের সুবিধা পাবে এই শহরগুলো

বাংলাহান্ট ডেস্ক : বহু বিএসএনএল ব্যবহারকারী অপেক্ষা করে রয়েছেন ফোরজি পরিষেবার জন্য। ইতিমধ্যেই দেশের অন্যান্য দুই টেলিকম অপারেটর জিও ও এয়ারটেল দেশের বিভিন্ন প্রান্তে ফাইভ জি পরিষেবা নিয়ে চলে এসেছে। কিন্তু এখনো পর্যন্ত ঠিকমতো 4G পরিষেবা চালু করতে পারেনি বিএসএনএল।

এখনো পর্যন্ত বিএসএনএল ব্যবহারকারীদের 2G ও 3G পরিষেবার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়। তবে সরকারি এই টেলিকম সংস্থা চেষ্টা চালাচ্ছে দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে উন্নত ইন্টারনেট সংযোগ প্রসারের। বিএসএনএল দেশের একাধিক জায়গায় ফোরজি  পরিষেবা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

আরোও পড়ুন : আমজনতার জন্য সুসংবাদ! এবার বারবার KYC করানোর দিন শেষ, সরকার আনছে নতুন নিয়ম

জানা যাচ্ছে, উত্তর ভারতের 5টি রাজ্যে 3500 4G টাওয়ার প্রতিস্থাপন করতে চলেছে বিএসএনএল। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশে (পশ্চিম) ইনস্টল করা হবে BSNL-এর এই বেস ট্রান্সসিভার স্টেশনগুলি (BTS)। দক্ষিণ ভারতে বিএসএনএল প্রায় 4,200 4G টাওয়ার স্থাপন করছে।

আরোও পড়ুন : টপলেস, উপরে নেই এক টুকরো কাপড়! TRP টপার হতেই নয়া অবতারে মানসী

কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর প্রবীন কুমার পুরওয়ার জানিয়েছেন, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের অন্যান্য অঞ্চলে 4G পরিষেবা খুব শীঘ্রই শুরু করবে বিএসএনএল। আগামী এপ্রিল মাসের মধ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় 4G পরিষেবা চালু করতে পারে BSNL।

Get unlimited calling for 65 days through this BSNL plan

কেন্দ্রীয় সরকার পরিষেবার মান উন্নয়নের জন্য বিএসএনএলে 24,500 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। জানানো হয়েছে গোটা দেশজুড়ে বিএসএনএল 1 লাখ টাওয়ার বসাবে। ফোরজির পাশাপাশি বিএসএনএল ফাইভ জি পরিষেবা শুরু করার প্রস্তুতিও নিতে শুরু করেছে।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর