আমজনতার জন্য সুসংবাদ! এবার বারবার KYC করানোর দিন শেষ, সরকার আনছে নতুন নিয়ম

বাংলাহান্ট ডেস্ক : আপনারা জানেন সব ক্ষেত্রেই এখন কেওয়াইসি করানো বাধ্যতামূলক৷ সে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা হোক, স্টক মার্কেটে বিনিয়োগ করা হোক কিংবা ফিন্যান্স পরিষেবাগুলির ডিজিটালাইজেশন, এখন সর্বত্রই বাধ্যতামূলক হয়ে উঠেছে কেওয়াইসি প্রক্রিয়া৷ আর সেজন্য বারবার কেওয়াইসি করতে হয়, সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে৷

আর যাতে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে না হয়, তার জন্য কেওয়াইসিতে বড় বদল আনতে চলেছে সরকার। সরকারের কাছে ‘ইউনিফর্ম কেওয়াইসি’ লাগু করার সুপারিশ করেছে ফিন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ FSDC৷ এই পদ্ধতি একবার চালু হয়ে গেলে কেওয়াইসি প্রক্রিয়া আগের থেকে অনেকটা সহজ হয়ে যাবে। কী এই ইউনিফর্ম কেওয়াইসি? কী বদল হতে চলেছে? জেনে রাখুন।

আরোও পড়ুন : টপলেস, উপরে নেই এক টুকরো কাপড়! TRP টপার হতেই নয়া অবতারে মানসী

কেওয়াইসি যার ইংরাজি অর্থ Know Your Customer। যে কোনও গ্রাহকের পরিচয় জানার প্রক্রিয়া এই কেওয়াইসি৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মিউচ্যুয়াল ফান্ড ও লাইফ ইনস্যুরেন্স করানোর সময় প্রত্যেক গ্রাহকদের কেওয়াইসি করাতেই হয়৷ বলা ভালো বাধ্যতামূলক। আর এটি করাতে হয় বারবার। একবার কেওয়াইসি করানো হয়ে গেলে ছাড়ান মেলে না। প্রায় সময়ই আপডেট করাতে হয়।

আরোও পড়ুন : রেল স্টেশনে চিপস্, বিস্কুটের প্যাকেট ফেলছেন? হয়ে যান সাবধান! এবার গুনতে হবে মোটা টাকা

এই ঝামেলা থেকে মুক্তি দিতে চলেছে ফিন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল। তারা ইউনিফর্ম কেওয়াইসি শুরু করার পরামর্শ দিয়েছে৷ এর ফলে হবে কি, ফিন্যান্সিয়াল সেক্টরে যে কোনও পরিষেবার জন্য কেবলমাত্র একবার কেওয়াইসি করালেই, আর বারবার কেওয়াইসি করাতে হবে না। নতুন নিয়ম চালু হয়ে গেলে আপনি ১৪ সংখ্যার CKYC Number পেয়ে যাবেন।

এই নম্বর SEBI-র পাশাপাশি RBI, IRDAI ও PFRDA এর মতো সব জায়গায় পাঠিয়ে দেওয়া হবে৷ এর ফলে আপনাকে আর প্রত্যেক জায়গার জন্য আলাদা আলাদা করে কেওয়াইসি করাতে হবে না ৷ আপনাদের জানিয়ে রাখি, এই ইউনিফর্ম কেওয়াইসি সংক্রান্ত নিয়মের কাঠামো তৈরি করতে, কেন্দ্র সরকার ফিন্যান্স সেক্রেটারি টিবি সোমনাথন নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে।

KYC Reserve Bank of India

এটি ইউনিফর্ম কেওয়াইসি সংক্রান্ত যাবতীয় নিয়মের কাঠামো তৈরি করবে। জানা গিয়েছে, কেওয়াইসি প্রক্রিয়া যাতে সহজ করা হয় তার জন্য সাম্প্রতিককালীন FSDC-র সঙ্গে হওয়া একটি বৈঠকে অর্থমন্ত্রী প্রস্তাব দিয়েছেন। আসলে কেন্দ্র সরকারের মূল লক্ষ্যই হল, সমস্ত ফিন্যান্সিয়াল পরিষেবা আরও সহজ করে তোলা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর