একটি কাঠি সরিয়ে সমাধান করুন এই ধাঁধার! ১১ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারলেই আপনি জিনিয়াস

বাংলা হান্ট ডেস্ক: আপনি কি নিয়মিতভাবে বিভিন্ন ধরণের কঠিন কঠিন সব ধাঁধার (Puzzle) সমাধান করতে পছন্দ করেন? তাহলে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনাকে আকৃষ্ট করবে। মূলত, ধাঁধার একাধিক প্রকারভেদ থাকে। এমতাবস্থায়, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া কিছু ছবি ধাঁধার চেয়ে কোনো অংশেই কম যায়না।

আসলে ওই ছবিগুলিতে নির্দিষ্ট ধরণের বিষয়কে সমাধান করতে হয় নেটিজেনদের। বিষয়টা অনেকটা ধাঁধা সমাধানের মতই হয়। যদিও, তীক্ষ্ণ মনের মানুষেরা সহজেই এই ধরণের ধাঁধার সমাধান করতে পারলেও কিছু কিছু ক্ষেত্রে ছবিগুলি এতটাই কঠিন থাকে যে অধিকাংশজনই এগুলির সঠিক উত্তর দিতে পারেন না।

   

সেই রেশ বজায় রেখেই এবার ঠিক ওইরকমই একটি গাণিতিক ধাঁধার ছবি দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। যেটিতে একটি দেশলাই কাঠি সরানোর মাধ্যমে সমাধান করে ফেলতে হবে ধাঁধাটিকে। এমতাবস্থায়, ওই ছবিটি আমরা উপস্থাপিত করছি পাঠকদের কাছে।

সমাধান করতে হবে ধাঁধাটি: সম্প্রতি ভাইরাল হওয়া ওই ছবিটিতে দেশলাই কাঠির মাধ্যমে একটি বিয়োগ দেখা গিয়েছে। যেটি হল 3-3=8। তবে, বোঝাই যাচ্ছে যে এই বিয়োগটি ভুল রয়েছে। তাই, একটি দেশলাই কাঠি সরিয়ে ছবিটি সমাধান করতে হবে।

এমতাবস্থায়, আপনিও এই ধাঁধাটি সমাধান করার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে নির্ধারিত ১১ সেকেন্ডের মধ্যে আপনাকে সঠিক উত্তরটি বলতে হবে। তবে, বারংবার চেষ্টা করেও আপনি যদি উত্তরটি বলতে না পারেন সেক্ষেত্রে চিন্তা নেই। কারণ আমরা সেটি জানিয়ে দিচ্ছি।

WhatsApp Image 2023 08 06 at 9.26.17 PM

এইখানে রয়েছে উত্তর: ছবিটি একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু উত্তরটিকে খুঁজে পাওয়া সম্ভব। সেক্ষেত্রে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হবে ছবিটিকে। আপনি যদি ছবিটিতে “8”-এর কাছ থেকে একটি দেশলাই কাঠি সরিয়ে নিয়ে সেটিকে মাইনাস চিহ্নের ওপরে রেখে “+” করে দেন সেক্ষেত্রে বিষয়টি হবে 3+3=6। পাশাপাশি, “8” টি পরিবর্তিত হবে “6”-এ। অর্থাৎ, এক্ষেত্রে এই যোগটি সঠিক থাকবে।

WhatsApp Image 2023 08 06 at 9.26.40 PM

পাশাপাশি, আপনি একটি দেশলাই কাঠি সরিয়েও এটি সমাধান করে ফেললেন। তবে, আমাদের দেখিয়ে দেওয়ার আগেই যদি আপনি নির্ধারিত ১১ সেকেন্ডের মধ্যে উত্তরটি খুঁজে পেয়ে যান সেক্ষেত্রে মানতেই হবে যে আপনি একজন জিনিয়াস।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর