বাংলা হান্ট ডেস্ক: দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং (Bank Intelligence) ব্যবস্থায় আসতে চলেছে এক যুগান্তকারী পরিবর্তন। দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ও ব্যাঙ্ক অফ বরোদা হাতে হাত মিলিয়ে তৈরি করতে চলেছে এক রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। নতুন এই প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হল ব্যাঙ্কিং লেনদেনে প্রতারণা বা জালিয়াতি রোধ করা। অনেকটা পুলিশের মতো কাজ করবে এই সিস্টেম—যে কোনও সন্দেহজনক লেনদেনকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করে ব্যাঙ্ককে সতর্ক করবে।
জালিয়াতি রুখতে নয়া পদক্ষেপ দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (Bank Intelligence) গুলির:
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক তথ্যই দেখাচ্ছে, কেন এই পদক্ষেপ এত জরুরি হয়ে উঠেছে। জানা গিয়েছে, গত অর্থবর্ষে দেশে ব্যাঙ্ক (Bank Intelligence) জালিয়াতির পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে। ৩৬ হাজার কোটিরও বেশি টাকার প্রতারণা ধরা পড়েছে ব্যাঙ্কিং ব্যবস্থায়। এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলাতেই শুরু হচ্ছে নতুন এই প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ। এসবিআই ও ব্যাঙ্ক অফ বরোদা এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে, তবে এর শেয়ার থাকবে দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেরই হাতে। এই প্ল্যাটফর্মের জন্য গঠন করা হচ্ছে এক নতুন সংস্থা—‘ইন্ডিয়ান ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স কর্পোরেশন’ বা আইডিপিআইসি (IDPIC)।
আরও পড়ুন:রেস্তরাঁর মতো শাহি রেজালা এখন ঘরোয়া রান্নায়, সহজ রেসিপি জেনে নিন
এই সংস্থা হবে একটি সেকশন ৮ কোম্পানি, অর্থাৎ একটি অলাভজনক (Non-Profit) প্রতিষ্ঠান, যার মোট মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০০ কোটি টাকা। প্রাথমিক পর্যায়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদা প্রত্যেকে ১০ কোটি টাকা করে বিনিয়োগ করছে। ইতিমধ্যেই সংস্থার আর্টিকলস অফ অ্যাসোসিয়েশনকে অনুমোদন দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আইডিপিআইসি মূলত আরবিআইয়ের তৈরি আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও মেশিন লার্নিং (ML) মডেলের উপর ভিত্তি করে কাজ করবে। এর সাহায্যে সহজেই চিহ্নিত করা যাবে তথাকথিত ‘মিউল অ্যাকাউন্টস’—যেগুলি সাধারণত প্রতারণা বা জালিয়াতির কাজে ব্যবহৃত হয় (Bank Intelligence)।
এই প্রকল্পের ভিত্তি তৈরি হয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) প্রাক্তন চেয়ারম্যান এ. পি. হোতার নেতৃত্বাধীন এক বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী। বর্তমানে কানাড়া ব্যাঙ্ক ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Bank Intelligence) ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের তৈরি ‘MuleHunter.AI’ নামে একটি প্ল্যাটফর্ম ব্যবহার করছে, যা প্রতারণামূলক অ্যাকাউন্ট সনাক্ত করতে সাহায্য করে। কিন্তু নতুন আইডিপিআইসি হবে আরও বিস্তৃত ও কেন্দ্রীয় এক পরিকাঠামো, যেখানে দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক একসঙ্গে যুক্ত থাকবে।

আরও পড়ুন:বিহার ও বাংলা, দুই রাজ্যে ভোটার তালিকায় নাম PK-র, বিপাকে ২১-এ তৃণমূলের জয়ের ‘অন্যতম কারিগর’
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ দেশের ব্যাঙ্কিং (Bank Intelligence) ব্যবস্থায় এক বড় রক্ষাকবচ হিসেবে কাজ করবে। ভারতের দ্রুত বাড়তে থাকা ডিজিটাল লেনদেন ব্যবস্থায় প্রতারণার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনই তার মোকাবিলায় প্রয়োজন এই ধরনের আধুনিক, কেন্দ্রীভূত প্রযুক্তিগত পরিকাঠামো। আগামী দিনে আইডিপিআইসি শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকেই নয়, বরং গোটা দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকেই আরও নিরাপদ ও সুরক্ষিত করে তুলবে বলে আশা করা হচ্ছে।













