বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার দিন ‘মা লক্ষ্মী’র পুজো করে থাকেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। আর এবার সেই দিনটিকেই শুভকাজের জন্য বেছে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী লক্ষ্মীবার তথা বৃহস্পতিবার, 5 ই মে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডারের অর্থ প্রদান করবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1 টা নাগাদ আয়োজিত এই অনুষ্ঠানে আরো বেশ কিছু চমক থাকতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
2021 সালে তৃণমূল সরকার দ্বারা প্রথম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি শুরু করা হয়। নবান্ন সূত্রে খবর, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মোট 1 কোটি 60 লক্ষ মহিলা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পেয়েছেন। মাঝখানে বেশ কিছুদিন বন্ধ থাকলেও পুনরায় শুরু হতে চলেছে এই প্রকল্পটি। আর এর পাশাপাশি এই প্রকল্পে অনেক নতুন ভাবনা সংযোজন ঘটতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, আগের বছর বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসমক্ষে দাঁড়িয়ে তিনি সেদিন বলেন যে, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় এলেই সকল মহিলাদের প্রতি মাসে 500 টাকা করে দেওয়া হবে এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষেরা পাবেন প্রতি মাসে এক হাজার টাকা। ক্ষমতায় আসতেই তিনি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেন।
ভোটে জয় লাভের পর বাংলার সকল মহিলাদের মাসে 500 টাকা করে বছরে মোট 6 হাজার টাকা প্রদান করে রাজ্য সরকার এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষেরা পান প্রতি বছরে 12000 টাকা। 5 ই মে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী নতুন কি ঘোষণা করতে চলেছেন, আপাতত সেদিকেই তাকিয়ে বাংলার অসংখ্য মহিলা।