বাংলা হান্ট ডেস্ক: এবার খুব শীঘ্রই স্মার্টফোনের (Smartphone) বাজারে আরও একটি দুর্দান্ত ফোনের আগমন ঘটতে চলেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, জনপ্রিয় স্মার্টফোন প্রস্ততকারী সংস্থা Oppo তাদের K সিরিজের পরবর্তী স্মার্টফোন হিসেবে Oppo K11 স্মার্টফোনটি আনতে চলেছে। সম্প্রতি, এই স্মার্টফোনটিকে চিনের সার্টিফিকেশনস যেমন TENAA এবং 3C-তে দেখা গেছে।
পাশাপাশি, এখন এই স্মার্টফোনটি Geekbench-এও দেখা গেছে। যেখান থেকে অনুমান করা হচ্ছে যে, Oppo-র এই স্মার্টফোনটি শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এদিকে, বেঞ্চমার্ক সাইটে স্পট হওয়ার ফলে এই স্মার্টফোনের কিছু ফিচার্সও নিশ্চিত করা গেছে। বর্তমান প্ৰতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
মূলত Oppo K11-এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন Geekbench লিস্টিংয়ে নিশ্চিত করা হয়েছে। MSP-র রিপোর্ট অনুযায়ী, ফোনটিকে মডেল নম্বর PJC110 সহ দেখা গেছে। পাশাপাশি, এই স্মার্টফোনে সংস্থাটি Snapdragon 782G প্রসেসর ব্যবহার করতে চলেছে বলেও জানা গিয়েছে। এই প্রসেসরটি 1.80GHz-এ ক্লক করা হয়েছে। এতে সর্বোচ্চ ক্লক স্পিড হল 2.71GHz। এদিকে, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই স্মার্টফোনটিতে 12 GB RAM উপলব্ধ রয়েছে।
এছাড়াও, Oppo K11-এর অপারেটিং সিস্টেম (OS) সম্পর্কে বললে জানাতে হয় এটি Android 13 বেসড স্মার্টফোন হবে। অন্যদিকে, যদি আমরা এর স্কোর দেখি, সেক্ষেত্রে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1126 পয়েন্ট স্কোর করেছে। যেখানে এটি মাল্টি কোর টেস্টে 2924 পয়েন্ট স্কোর করেছে।
শুধু তাই নয়, আরেকটি সূত্রে এই ফোনের দাম সম্পর্কেও বড় তথ্য পাওয়া গেছে। মূলত, Weibo পোস্টের মাধ্যমে এই সম্পর্কে তথ্য মিলেছে। চিনের সোশ্যাল মিডিয়া সাইট Weibo-তে Oppo K11 সম্পর্কে একটি পোস্টে বলা হয়েছে যে, এই স্মার্টফোনের দাম প্রায় ২,০০০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ২২,৮০০ টাকা) হতে পারে।
Oppo K11-এর সম্ভাব্য স্পেসিফিকেশন: Oppo K11 স্মার্টফোনটিতে একটি 6.7-ইঞ্চির FHD + AMOLED ডিসপ্লে উপলব্ধ হতে পারে। যেটিতে 120Hz-এর রিফ্রেশ রেট দেখা যাবে। এছাড়াও, ডিসপ্লেতে সেন্টার পাঞ্চ হোল থাকবে। এদিকে, ফোনটির ক্যামেরার জন্য ট্রিপল সেন্সর সেটআপ থাকতে পারে। যার মধ্যে প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেলের হতে পারে। এছাড়াও, একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হতে পারে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Oppo K11-কে ক্যামেরা ফোকাসড ফোন হিসেবেও লঞ্চ করা যেতে পারে। তথ্য অনুযায়ী, এটি একটি মিডরেঞ্জ হ্যান্ডসেট হওয়া সত্বেও, স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ লেভেল ফটোগ্রাফির অভিজ্ঞতা প্রদান করতে পারে। এছাড়াও, কিছু রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে, Oppo K11 স্মার্টফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus Nord CE 3 5G-র আপগ্রেডেড ভার্সান হিসেবেও পেশ করা হতে পারে।