বাংলাহান্ট ডেস্ক : ইদের(Eid) ঠিক আগে ফুল মিঞা নামক এক ফল বিক্রেতার গ্রামের সাধারণ মানুষ তিরিশ হাজার টাকা লুট করে নিয়েছিল। কিন্তু ঈদের আগেই এরকম ভয়ানক বিপর্যয় দেখে অনেক মানুষ সাহায্য করার জন্য এগিয়ে আসে । লোকেরা তাকে সাহায্য করতে শুরু করে। আর এরপর চব্বিশ ঘন্টার মধ্যে তিনি ৮ লক্ষ টাকারও বেশি সহায়তা পেয়েছিলেন।
আম চুরির ঘটনায় চিন্তায় পড়ে ফুল মিঞা
জগৎপুরীর চন্দ্র নগর মোড়ে ৩০ হাজার টাকার আমের লুট হওয়ার পড় ফল বিক্রেতা ফুল মিয়া ওরফে ছোটি এখনও বিস্ময়ে। ডাকাতির ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, সারা দেশ থেকে বহু লোক তাদের সহায়তা করতে এগিয়ে এসেছিল। এখনও অবধি আট লক্ষাধিক টাকা তাদের কাছে পাঠিয়েছেন সহায়তাকারীরা। মিডিয়া ও জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন যে ” এখন আমি ঈদ উদযাপন করতে পারব।”
এরপর বহু মানুষের সাহায্য তাকে এগিয়ে নিয়ে যায়
পাটপরগঞ্জ রোডের হ্যাপি ইংলিশ বিদ্যালয়ের সামনে চন্দ্র নগর, ফুল মিঞা এখানেই বহু বছর ধরে রাস্তায় গাছ লাগিয়ে ফল বিক্রি করার কাজ করতেন । বুধবার সকালে বিদ্যালয়ের সামনে দুই দলের মধ্যে লড়াই শুরু হয়। তিনি যখন একটি দলকে হুমকি দিচ্ছিলেন, তখন কিছু লোক আমের ভরা বাক্স পেছন থেকে ছিনিয়ে নিয়ে যায়। ভাইরাল ভিডিওতে দেখা যায় যে মানুষ স্কুটার ও গাড়ি থামিয়ে আম ছিনিয়ে নিচ্ছে। এ কারণে রাস্তাটি জ্যাম হয়ে যায়। আর এর ফলে প্রায় তিরিশ হাজার টাকার ক্ষতি হয়ে যায়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই লোকেরা তাদের সহায়তা করতে এগিয়ে আসে। তাকে সাহায্য করার জন্য সারা দেশ থেকে হাজার হাজার সাহায্য এসেছিল। ৩০ হাজার টাকা লোকসান হওয়ায় পর ফুল মিঞা বিচলিত হয়েছিলেন, কিন্তু এখন মানুষের সহায়তায় আট লাখ টাকারও বেশি তার অ্যাকাউন্টে জমা হয়েছে। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।