‘কামসূত্রের স্রষ্টা দেশ পর্নকে নিষিদ্ধ করে কেন?’ প্রশ্ন সলমনের প্রাক্তন সোমি আলির

বাংলাহান্ট ডেস্ক: এক সপ্তাহের বেশি হয়ে গিয়েছে পর্ন কাণ্ডে গ্রেফতার হয়েছেন ব‍্যবসায়ী তথা শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা (raj kundra)। তাঁর গ্রেফতারির পর বলিউডের বহু তারকাই মুখ খুলেছেন এই বিষয়ে। তালিকায় এবার নাম যোগ হল সলমন খানের প্রাক্তন অভিনেত্রী সোমি আলির (somy ali)। পর্ন কাণ্ড নিয়ে বলতে গিয়ে এক বিষ্ফোরক মন্তব‍্য করে বসলেন তিনি।

সোমি আলির প্রশ্ন, কামসূত্র যে দেশের সৃষ্টি সে দেশে পর্ন নিষিদ্ধ কেন হবে? তাঁর কথায়, “যৌনতা বা পর্ন নিয়ে যতই ঢাক ঢাক গুড় গুড় হবে ততই তা নিয়ে আগ্রহ বাড়বে। যারা পর্নকে পেশা হিসেবে বেছে নেম তাদের ব‍্যক্তিগত ভাবে আমি বিচার করি না, যতক্ষণ না এতে কারোর ক্ষতি হচ্ছে বা মানুষ পাচার হচ্ছে। যারা পর্ন দেখেন বা যারা এটাকে পেশা বানিয়েছেন তাদের কারোর প্রতিই আমার কোনো সমস‍্যা নেই।”

Somy Ali
অপরদিকে ওয়েব সিরিজে যত মানুষের আগ্রহ বাড়ছে ততই যৌনতার দৃশ‍্য বা বোল্ড দৃশ‍্যের পরিমাণও বাড়ছে। সেই সঙ্গে চলছে দেদারে সেন্সর বোর্ডের কাঁচি। তাই সোমির মতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ‘যৌনতার শিক্ষা’ (sex education) দেওয়া উচিত। তিনি বলেন, “আমার এটাকে শৈল্পিক অগ্রগতি বলে মনে হয়। প্রেমে ঘনিষ্ঠতা না থাকলে তার কোনো মানে নেই। তাই চুম্বন বা অন্তরঙ্গ দৃশ‍্যের স্বাভাবিকতা গ্রহণ করা উচিত। আমরা যত কোনো বিষয় নিয়ে স্বাভাবিক হব ততই কম মানুষ নিজের পছন্দ অপছন্দকে লুকোতে শিখবে, যেমন পর্ন দেখা।”

‘নো মোর টিয়ারস’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এখন যুক্ত রয়েছেন সোমি। এক সময় সলমনকে বিয়ে করার জন‍্য নিজের দেশ পাকিস্তান ছেড়ে ভারতে চলে এসেছিলেন তিনি। ‘ম‍্যায়নে পেয়ার কিয়া’ দেখার পর থেকেই অভিনেতার প্রেমে পড়েন তিনি।

somy ali 1
পাকিস্তানি অভিনেত্রী বলেন, “এক রাতে আমি ঘুমের মধ‍্যে স্বপ্ন দেখি সলমনের বিয়ে হয়ে যাচ্ছে। ঘুম ভেঙে আমি এতটাই ব‍্যাকুল হয়ে পড়ি যে পরদিনই ব‍্যাগ গুছিয়ে সোজা ভারতে চলে আসি নিজের দেশ ছেড়ে।” মাত্র ১৬ বছর বয়সে সলমনের প্রেমে পড়ে ভারতে এসেছিলেন সোমি।

সেই শুরু। তারপর দীর্ঘ আট বছর সলমনের সঙ্গে সম্পর্কে ছিলেন এই পাকিস্তানি অভিনেত্রী। দুজনে একটা লম্বা সময় লাইমলাইটে ছিলেন। কিন্তু সেই প্রেমও টেকেনি সলমনের। জানা যায়, সঙ্গীতা বিজলানিকে বিচ্ছেদ দিয়ে সোমির সঙ্গে সম্পর্কে জড়ান সলমন।

Niranjana Nag

সম্পর্কিত খবর