এবার আতঙ্কবাদ ছড়ানোর দায়িত্ব নিলো হাফিজ সাঈদের ছেলে! চালু হলো আতঙ্কবাদী ক্যাম্প

জম্মু ও কাশ্মীরের ৩ ৭০ অনুচ্ছেদ অপসারণের পর থেকেই পাকিস্তান অস্থির পড়েছে। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পরে সন্ত্রাসীদের প্রশিক্ষণ শিবিরগুলিও বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এখন বড় খবর আসছে যে পাকিস্তানের মিরপুর এবং শিয়ালকোটে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রশিক্ষণ শিবিরগুলি আবার শুরু হয়েছে। মোদী সরকারের আন্তর্জাতিক চাপে আতঙ্কবাদী সংগঠনগুলি বাধ্য হয়ে বন্ধ করেছিল পাকিস্তান। আইএসআই এবং পাকিস্তানি সেনা তাদের আতঙ্কবাদী সংগঠন বন্ধের কাজ করেছিল। কারণ পাকিস্তান পুরো বিশ্বের কাছে বদনাম হচ্ছিল।

images 2019 11 01T224618.384

 

তবে তালহা সাঈদ এর নেতৃত্বে আবার আতঙ্কবাদী শিবিরগুলি শুরু করা হয়েছে। তালহা সাঈদ হলো মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাঈদের ছেলে। ইন্ডিয়া টুডে টিভির কাছে থাকা গোয়েন্দা ব্যুরো নোট থেকে প্রকাশ পেয়েছে যে শিবিরটি মঙ্গলা এবং হেড মেরালতে অবস্থিত। লস্কর এই শিবিরগুলির জন্য সন্ত্রাসীদের নিয়োগও শুরু করেছে। সোয়াট উপত্যকা, পেশোয়ার, কোয়েটা এবং এলাহা-গহিরের নিকটবর্তী পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংলগ্ন উপজাতি অঞ্চলে আতঙ্কবাদী নিয়োগ করা হচ্ছে।

 

সাম্প্রতিক সময়ে আইএসআই ও সন্ত্রাসী সংগঠনের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। পিওকেতে কর্মরত আতঙ্কবাদী এবং পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনের কমান্ডাররা এই বৈঠকে অংশ নিয়েছিলেন। পাকিস্তানি সেনাবাহিনী LOC এর নিকট অভিযান বৃদ্ধি করেছে।

পাকিস্তান কর্তৃক ৫ টি POK  ব্রিগেড (মুজাফফারাবাদ) অঞ্চল, মিনিমার্গ, কামরি, দোমাইল ও গুলতরীতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে। পাকিস্তান ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করার নাম নিচ্ছে না। আসলে পাকিস্তানের সরকারও পাকিস্তানের সেনার নির্দেশ মতো চলে। সেই কারণেই পাকিস্তান আন্তজার্তিক মঞ্চে ধাক্কা খেয়েও বার বার ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

সম্পর্কিত খবর