বাংলাহান্ট ডেস্ক: গান্ধী পরিবারের নতুন প্রজন্মে জমকালো এক বিয়ের আয়োজন হতে চলেছে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এখনও অবিবাহিত থাকলেও, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra) ছেলে রায়হান বঢরা দীর্ঘদিনের প্রেমিকা অবীবা বেগের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। সোমবার ঘনিষ্ঠ পরিবার ও আত্মীয়দের উপস্থিতিতে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বাগদান সারলেন প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi Vadra) ছেলে রায়হান:
২৫ বছর বয়সী রায়হান ও অবীবা স্কুলজীবন থেকে পরিচিত এবং গত সাত বছর ধরে সম্পর্কে ছিলেন। অবীবার মা নন্দিতা বেগের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে এবং তিনিই দিল্লির ইন্দিরা ভবনের অন্দরসজ্জার কাজে প্রিয়াঙ্কাকে সহায়তা করেছিলেন। দুটি পরিবারই এখন বুধবার রাজস্থানের রণথম্ভোরে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ও নিকট ভবিষ্যতে বিয়ের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: বছর শেষে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর! গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর
রায়হান দুন স্কুল ও পরে লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে পড়াশোনা করেছেন। পেশায় একজন ভিজ্যুয়াল আর্টিস্ট ও ফটোগ্রাফার রায়হানের কাজ বন্যপ্রাণী, পথচিত্র ও বাণিজ্যিক ফটোগ্রাফিতে প্রশংসিত হয়েছে। ২০১৭ সালে ক্রিকেট খেলতে গিয়ে চোখে আঘাত পাওয়ার পর আলো ও অন্ধকার নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি বদলে যায়, যা তাঁর শিল্পকর্মে গভীরতা এনেছে।
আবীরার বাবা ইমরান বেগ একজন ব্যবসায়ী এবং মা নন্দিতা বেগ পেশায় ইন্টিরিয়র ডিজাইনার। রায়হানের বাবা রবার্ট বঢরা একজন ব্যবসায়ী এবং মা প্রিয়াঙ্কা গান্ধী বর্তমানে কংগ্রেস সাংসদ ও দলের গুরুত্বপূর্ণ নেত্রী। রায়হানের এক বোন মিরায়া রয়েছেন, যিনি একজন টেকনো ডিজে ও সংগীতশিল্পী।

দুই পরিবারের এই মিলন শুধু একটি পারিবারিক অনুষ্ঠান নয়, রাজনৈতিক ও সামাজিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রিয়াঙ্কা গান্ধী বরাবরই ছেলের শিল্পীসত্তাকে উৎসাহিত করেছেন এবং এখন তাঁর ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ে সবার শুভেচ্ছা কাম্য। গান্ধী-বঢরা পরিবারের এই অনুষ্ঠান রাজনৈতিক চাপ ও ব্যস্ততার মাঝে একটি সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে।












