বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে অনেকের উপরেই অত্যাচার হওয়ার কাহিনী উঠে আসছে। উত্তরপ্রদেশের কুশিনগর এলাকায় বাবর আলি নামক এক মুসলিম যুবককে বিজেপির জয়ে মিষ্টি বিতরণ করার অপরাধে পিটিয়ে মারা হয়েছে। এরপর এবার পুনরায় আমেঠিতে একটি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
সদ্য সমাপ্ত হওয়া উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে এবং যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গোটা রাজ্যে শান্তির বার্তা দিয়েছেন। কিন্তু সেই শান্তির বার্তার মধ্যে উল্টে শাসক দলের কর্মী সমর্থকদের উপর অত্যাচারের ঘটনা উঠে এসেছে। উত্তরপ্রদেশের কুশিনগর এলাকায় বিজেপি কর্মী বাবর আলির হত্যা নিয়ে বিতর্কের রেশ ছড়িয়েছে গোটা রাজ্যে।
এবার সেই বিতর্ক থামতে না থামতেই পুনরায় আমেঠিতে এক হিংসার ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে যে, ছেলে এবং তার স্ত্রী মিলে এক বৃদ্ধা মহিলাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এরপর সেই বৃদ্ধা মহিলা বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় থানায় গিয়ে তাঁর অভিযোগ জানান। প্রাপ্ত খবর অনুযায়ী, বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার কারণেই ক্ষোভে ফেটে পরে বৃদ্ধার সন্তান ও তাঁর পুত্রবধূ এবং সেই কারণেই বৃদ্ধাকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।
তবে পরবর্তীতে, পুলিশ প্রশাসন এবং সেই এলাকার পৌরপ্রধান উভয়পক্ষই জানিয়েছে যে সন্তান এবং মায়ের মধ্যে জমি সংক্রান্ত বিবাদের কারণেই এই ঘটনা ঘটেছে। ফলে ঘটনাটির সত্যতা কী, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
প্রসঙ্গত, কুশিনগরে বাবর আলি হত্যা মামলায় পুলিশ আপাতত ৪ জনকে গ্রেফতার করেছে। উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর বাবর নামের এক মুসলিম যুবক দলের জয় লাভের জন্য সেলিব্রেট করছিলো এবং বিজেপি দলের সমর্থন করার জন্যই যে তাকে প্রাণ হারাতে হয়, সে বিষয়ে জানিয়েছে প্রশাসন।