কেমোথেরাপিতে চুল উঠে যাওয়ায় ন‍্যাড়া হয়ে গিয়েছিলেন, ক‍্যানসারের সঙ্গে লড়াইয়ের কাহিনি শোনালেন সোনালি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে এখন শোকের সময়। ইরফান খান, ঋষি কাপুর পরপর দুই ইন্দ্রপতন হয়েছে সিনেজগতে। দুর্ভাগ‍্যবশত ক‍্যানসারের শনিদৃষ্টি এড়াতে পারেননি দুজনের কেউই। তবে ক‍্যানসারকে হারিয়ে জীবনের স্রোতে আবার হাসতে হাসতে ফিরে এসেছেন এমন উদাহরণও রয়েছে বলিউডে। জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে (Sonali Bendre) তার মধ‍্যে অন‍্যতম।

দু বছর আগে ক‍্যানসার ধরা পড়ে সোনালির। তখন থেকেই শুরু মরণ-বাঁচন লড়াই। শেষপর্যন্ত ক‍্যানসারকে হারিয়ে জয়ী হয়েছেন তিনিই। সম্প্রতি এক সংবাদ পত্রের সঙ্গে সাক্ষাৎকারে সেই লড়াইয়ের কাহিনি তুলে ধরেন সোনালি। তাঁর চিকিৎসা, স্বামী গোল্ডি বহেলের সারাক্ষণ পাশে থাকা সব কিছুই জানান অভিনেত্রী।

https://www.instagram.com/p/B9PASZfpdcc/?igshid=11ye67ih5fs0h

সোনালির কথায়, “এখন ভাল আছি আমি, সুস্থ আছি। তবে এই লকডাউন খুব একটা পরিবর্তন আনেনি আমার জীবনে কারন গত দু বছর আমি কোয়ারেন্টাইনেই রয়েছি। কিন্তু ওই সময় অনেকেই আমার সঙ্গে দেখা করতে আসত। সেটাই এখন মিস করি।”

https://www.instagram.com/p/B98dYgKjT8v/?igshid=2f5nu8tpwyt9

এছাড়াও এখন বাবা মায়ের সঙ্গে দেখা হচ্ছে না, তাই নিয়েও দুঃখপ্রকাশ করেন সোনালি। পাশাপাশি অনুরাগীদের শুভকামনার জন‍্য ধন‍্যবাদ জানিয়েছেন তিনি। তাদের শুভেচ্ছার জন‍্য তিনি সুস্থ হয়ে ফিরতে পেরেছেন, এমনটাই জানান অভিনেত্রী।

https://www.instagram.com/p/B_Uu2kjpe4n/?igshid=17vjrimkzqr74

https://www.instagram.com/p/Bos7pBnhLfN/?igshid=1xts653npcnnc

কেমোথেরাপির জন‍্য চুল ঝরে যাচ্ছিল সোনালির। সেই কারনে ছোট করে চুল কেটে ফেলেছিলেন তিনি। তারপর এক সময় ন‍্যাড়াও হয়ে যান। সেই ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছিলেন সোনালি। এই কাজ যথেষ্ট দুঃসাহসিক ছিল। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “কতদিন আর লুকিয়ে রাখতাম। তাই সব চুল কেটে ন‍্যাড়া হয়ে গেলাম। তারপর আমার স্বামীই আর চুল বড় করতে দিচ্ছিল না আমায়”।

সম্পর্কিত খবর

X