বাংলাহান্ট ডেস্ক: মা হওয়ার চার মাস পর প্রথম বার ক্যামেরার মুখোমুখি হলেন অভিনেত্রী সোনালী চৌধুরী (sonali chowdhury)। গত মে মাসে মা হয়েছেন তিনি। এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। অতিমারি আবহে এই ভয়ঙ্কর দুঃসময় এই খবর যেন একরাশ খুশির হাওয়া বয়ে নিয়ে এসেছিল। টলিউডের নতুন সদস্যকে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন তারকারা।
এই চার মাস ছেলেকে নিয়ে বাড়িতেই ছিলেন সোনালী। পুত্রের নাম তিনি রেখেছেন রিয়ান ঘোষ দস্তিদার। একরত্তিকে সামলাতে সামলাতেই দিন কাবার হয়ে যাচ্ছিল সোনালীর। ছেলে আরেকটু বড় হলে তারপরেই কাজে ফিরবেন বলে ঠিক ছিল অভিনেত্রীর। অবশেষে রিয়ানের চার মাস বয়স হতে ফের ক্যামেরার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হলেন তিনি।
রবিবারে দিদি নাম্বার ওয়ানের সানডে স্পেশ্যাল পর্বে প্রতিযোগী হিসেবে উপস্থিত ছিলেন সোনালী। সেদিনের ছবি শেয়ার করেই ছেলে রিয়ানের প্রথম ঝলক দেখালেন অভিনেত্রী। ছেলেকে কোলে নিয়ে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। মা হওয়ার পর লুকও পালটে ফেলেছেন সোনালী। ছোট চুলে রঙ করে মডার্ন মাম্মি এখন তিনি।
দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এদিন সোনালী ছাড়াও উপস্থিত ছিলেন সুদীপ্তা ব্যানার্জী, অঙ্কিতা চক্রবর্তীরা। একসঙ্গে ‘পরম সুন্দরী’ গানের তালে নাচের ভিডিও শেয়ার করেছেন সোনালী। এদিন প্রায় ৮-৯ ঘন্টা শুট ছিল তাঁর। তাই রিয়ানকে সামলানোর দায়িত্ব ছিল তার বাবার, জানালেন সোনালী।
অভিনয় জগতে বহুদিন হয়ে গিয়েছে সোনালীর। অত্যন্ত পরিচিত মুখ তিনি বাংলা সিরিয়ালের। অগ্নিপরীক্ষা, রাজা গজা, জল নূপুর, সাত ভাই চম্পা সহ বহু সিরিয়ালেই অভিনয় করেছেন তিনি। অগ্নিপরীক্ষায় অপর্ণার চরিত্রে দারুন প্রশংসা কুড়িয়েছিলেন সোনালী। কয়েকটি বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি।