বাংলাহান্ট ডেস্ক: অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাট (Sonali Phogat) মৃত্যু রহস্য ক্রমেই জাল বিস্তার করছে। গত মঙ্গলবার গোয়ায় প্রয়াত হন সোনালি। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রী তথা রাজনীতিবিদের। কিন্তু সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে গোয়া পুলিস।
মাদক খাইয়ে বেহুঁশ করে ধর্ষণ করে খুন করা হয়েছে সোনালিকে, এমনি বিষ্ফোরক দাবি করেছেন গোয়া পুলিসের ইনস্পেক্টর জেনারেল। প্রয়াত নেত্রীর পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল সুধীর সাঙ্গওয়ান এবং সুখবিন্দরের বিরুদ্ধে। এরা দুজনেই সোনালির সহকারী যারা তাঁর সঙ্গে গোয়ায় গিয়েছিলেন। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেতেই এই মামলায় তদন্ত শুরু করা হয়েছে বলে জানান গোয়া পুলিসের আইজি ওমবীর সিং বিষ্ণোই।
সোনালির ময়না তদন্তের রিপোর্টে তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এরপরেই গোয়া পুলিসের আইজি জানান, অভিযুক্তদের জেরার পর জানা গিয়েছে, সোনালিকে বলপূর্বক পানীয়তে মাদক মিশিয়ে খাওয়ানো হয়েছিল। একটি ক্লাবে পার্টি করছিলেন সোনালি। সঙ্গে ছিলেন তাঁর দুই সহকারীও।
আইজি জানান, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একজন সোনালিকে জোর করে কিছু খেতে বাধ্য করছেন। ভোর সাড়ে চারটে নাগাদ নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সোনালি। দুজনে তাঁকে ধরে ধরে শৌচালয়ে নিয়ে যান। দু ঘন্টা ধরে সেখানেই ছিলেন তাঁরা। কিন্তু সেখানে কী করছিলেন সেই উত্তর দেননি সোনালির দুই সহকারী। তাঁদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
গোয়া পুলিসের আইজি জানান, মনে করা হচ্ছে মাদকের ফলেই মৃত্যু হয়েছে সোনালির। ধর্ষণ হয়েছিল কিনা তা জানার জন্য এখনো কিছু বিশেষ পরীক্ষা নিরীক্ষা বাকি। তাঁর দুই সহকারীকে খুব শীঘ্রই আদালতে তোলা হবে বলে জানান আইজি।
ছোটপর্দায় বেশ জনপ্রিয় নাম ছিলেন সোনালি ফোগাট। টিকটকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অংশ নিয়েছিলেন বিগ বস ১৪ এও। রাজনীতির সঙ্গেও দীর্ঘদিন ধরেই যুক্ত ছিলেন সোনালি। প্রথমে তিনি ছিলেন কংগ্রেসে। পরে বিজেপিতে যোগ দেন সোনালি। ২০১৯ এ হরিয়ানায় বিধানসভা নির্বাচনেও লড়েছিলেন তিনি।