রাত নটায় বাজি ফাটানোর প্রতিবাদ করে নেটদুনিয়ায় তুমুল ট্রোলের শিকার সোনম কাপুর

বাংলাহান্ট ডেস্ক: ফের একবার সোশ‍্যাল মিডিয়ায় ট্রোল হলেন বলিউড (Bollywood) অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)। গতকাল রাত ৯টায় বাজি ফাটানোর প্রতিবাদে সরব হওয়ায় নেটদুনিয়ায় তুমুল ট্রোল হতে হল তাঁকে। ৫ এপ্রিল, রাত ৯টায় ৯ মিনিটের জন‍্য সমগ্র দেশবাসীকে আলো জ্বালাতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইদিন নিজের বাড়ির সব আলো নিভিয়ে ছাদ, ব‍্যালকনিতে দাঁড়িয়ে প্রদীপ, মোমবাতি বা নিদেনপক্ষে টর্চ কিংবা মোবাইলের ফ্ল‍্যাশ লাইট জ্বালাতে বলেছিলেন তিনি। করোনা মোকাবিলায় আমরা যে সকলে সকলের পাশে রয়েছি সেটা বোঝানোর জন‍্যই এই পরিকল্পনা মোদীর।

1718e6b8fd4d4674a78bb5ed73f23afb
কিন্তু গতবার থালা বাজানোর মতো এবারেও প্রধানমন্ত্রীর বক্তব‍্যের ভুল অর্থ বুঝে মোমবাতি জ্বালানোর সঙ্গে সঙ্গে বাজি ফাটাতে শুরু করে অনেকেই। উত্তর থেকে দক্ষিণ এই চিত্র দেখা গিয়েছে সর্বত্র। অনেকেই রাস্তায় পর্যন্ত বেরিয়ে পড়েন বাজি ফাটাতে। এরই প্রতিবাদে টুইটারে সরব হন সোনম। তিনি লেখেন, ‘মানুষ বাজি ফাটাচ্ছে। কুকুররা ভয় পাচ্ছে। আপনারা কি এটাকে দিওয়ালি ভাবছেন? আমি কিছুই বুঝতে পারছিনা।’ অভিনেত্রী আরও লেখেন, ‘এতক্ষণ সব চুপচাপ ছিল। কিন্তু এখন দক্ষিণ দিল্লিতে কিছু বোকা লোক এত বাজি ফাটাচ্ছে যে কুকুর, পাখিরা ভয় পাচ্ছে।’

সোনমের এই টুইটের উত্তরে নেটিজেনরা পাল্টা তাঁর দিওয়ালি পালনের ছবি টুইট করতে থাকে। সেই সব ছবিতে দেখা গিয়েছে, বাবা অনিল কাপুরের সঙ্গে তুমুল বাজি ফাটিয়ে দিওয়ালি সেলিব্রেট করছেন সোনম। অনেকে তাঁকে প্রশ্নও করেছেন, এখন পোষ‍্যরা ভয় পাচ্ছে না? তবে এর উত্তরে আর কিছু বলতে দেখা যায়নি অভিনেত্রীকে।

https://twitter.com/Rudraksha7/status/1246866372304478210?s=19

https://twitter.com/i4army/status/1246849246566858753?s=19

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্জি মেনে বলিউডের অনেক তারকাকেই দেখা গিয়েছে প্রদীপ, মোমবাতি জ্বালাতে। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন, আলিয়া ভাট, ভিকি কৌশল সহ আরও অনেকেই।


Niranjana Nag

সম্পর্কিত খবর