মেয়েকে খুন-ধর্ষণের হুমকি, সোশ‍্যাল মিডিয়ার বিরুদ্ধে ফুঁসে উঠলেন আলিয়ার মা সোনি রাজদান

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর থেকেই নেটিজেনের ক্ষোভের শিকার হয়েছেন তারকা সন্তানরা। তাদের মধ‍্যে অন‍্যতম মহেশ ভাট কন‍্যা আলিয়া ভাট (alia bhatt)। নেটজনতার ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিয়েছে করন জোহরের টক শোতে সুশান্ত সম্পর্কে করা আলিয়ার মন্তব‍্য।
নেটপাড়াবাসীদের ট্রোল থেকে বাঁচতে নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে কমেন্ট সেকশনেও তালা ঝুলিয়েছেন আলিয়া। কিন্তু লাভ হয়নি কিছুই। সম্প্রতি অভিনেত্রীর দিদি শাহিন ভাট অভিযোগ করেছেন আলিয়াকে খুন ও ধর্ষণের হুমকি দিয়ে মেসেজ করা হচ্ছে তাঁর ইনস্টা হ‍্যান্ডেলে। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন শাহিন।

826569 aliabhatt sonirazdan sensitiveactor
এবার আলিয়ার সপক্ষে মুখ খুললেন মা সোনি রাজদান। শাহিনের পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে লেখেন, সামাজিক মাধ‍্যম এখন অসামাজিক মাধ‍্যমে পরিণত হয়েছে। আর তা হয়েছে সোশ‍্যাল মিডিয়ার কর্তাব‍্যক্তিদের জন‍্যই যারা অশ্লীল গালাগালাজ বন্ধ করার জন‍্য কোনও পদক্ষেপই নেন না।

https://www.instagram.com/p/CClijXIDcCA/?igshid=b9j40b1hnix7

প্রসঙ্গত, সম্প্রতি আলিয়ার দিদি শাহিন দাবি করেন সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর জন‍্য আলিয়াকে দায়ী করে সুশান্তের অনুরাগীরাই হুমকি দিয়েছেন। প্রমাণ হিসাবে নিজের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টের স্ক্রিনশট দেখান তিনি।
শাহিন নিজের ইনস্টাগ্রাম পোস্টের কয়েকটি স্ক্রিনশট পোস্ট করেন। আলিয়াকে খুন ও ধর্ষণের হুমকি দিয়েই ওই কমেন্টগুলি করা হয়েছে বলে অভিযোগ করেন শাহিন। শুধু তাই নয়, তিনি আরও দাবি করেন যারা ওই কমেন্টগুলি করেছে তারা নিজেদের সুশান্তের অনুরাগীর পরিচয় দিয়েছে। শাহিনের এই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর