সোনিয়া গান্ধীর ডাকে দিল্লিতে হতে চলেছে বড় বিজেপি বিরোধী সমাবেশ! থাকছে তৃণমূলও..

বাংলা হান্ট ডেস্ক : এক সময় এক ছিল কিন্তু পরে দুই দলের পথ আলাদা হয়ে যায়৷ তবে যে ভাবে বিজেপি শিবির আগ্রাসী মনোভাব নিয়েছিল তাতে সপ্তদশ লোকসভা নির্বাচনের আগে থেকে দুই দলের এক হওয়া নিয়ে দারুণ বিতর্ক তৈরি হয়েছিল৷ যদিও ভোট মিটতেই গল্পটা আবার আগের মতোই হয়ে যায়, তাই তো বিজেপির বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে দুই দল এক হতে পারেনি তাই তো নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে গেরুয়া বাহিনী৷SoniaGandhi1

তাই বিরোধী মহাজোটের বন্ধন কার্যত স্থির হয়েছিল কিন্তু এবার নির্বাচন পরবর্তী সময়ে বিরোধীদের এক সুতোয় বাঁধতে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গাঁধী এবার নিজের হাতে দায়িত্ব নিয়েছেন তাই তো সোমবার দিল্লিতে বিরোধী দলগুলি নিয়ে একটি বৈঠক ডেকেছেন সনিয়া গাঁধী৷

সেই বৈঠকে মূলত মোদী সরকারের বিরোধিতা করে আর্থিক নীতি কাশ্মীর সমস্যা সহ 370 ধারা প্রত্যাহার এবং একাধিক আনুসঙ্গিক বিষয় যেমন হোয়াটসঅ্যাপে নজরদারি বিরোধী নেতাদের বিরুদ্ধে এজেন্সির ব্যবহার এবং মোদী সরকারের বিরুদ্ধে রণকৌশল তৈরির বিষয়ে আলোচনা হতে পারে৷ আর সেই বৈঠকে উপস্থিত থাকতে পারে একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা৷

তবে এদিনের বৈঠকে মহারাষ্ট্র থেকে শরদ পাওয়ার উপস্থিত থাকতে পারেন সে বিষয়ে একেবারে স্পষ্ট, মূলত মহারাষ্ট্রের অচল অবস্থা নিয়ে আলোচনা হতে পারে৷ তবে সনিয়া গাঁধীর ডাকা বৈঠকে কংগ্রেসের তরফ থেকে কারা উপস্থিত থাকছেন সে বিষয় এখনও কিছু স্পষ্ট হয় নাই৷


সম্পর্কিত খবর