বড় খবরঃ কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন সোনিয়া গান্ধী

বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেসে (Congress) সোনিয়া গান্ধী (Sonia gandhi) অন্তরিম সভাপতি পদে এক বছর পূরণ করেছেন। এবার দল নতুন করে সভাপতি নির্বাচনের জন্য প্রস্তুত। আর সেই ক্রমেই সোমবার কংগ্রেসে কার্যসমিতির বৈঠক হতে চলেছে। যদিও এই বৈঠকের আগে অনেক কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী সমেত ২৩ জন সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দলে বদল আনার দাবি তুলেছেন। আর সাথে সাথে নতুন সভাপতির জন্য নির্বাচনের দাবি করেছেন।

sonaiazjchkjvhk654654646546
সোনিয়া গান্ধী/ Sonia Gandhi

মিডিয়া রিপোর্টস অনুযায়ী, সোনিয়া গান্ধী ব্যাপারটিকে সিরিয়াস নিয়েছেন আর নিজের মন্তব্য প্রকাশ করেছে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দলের নেতা এবং প্রাক্তন মন্ত্রী দ্বারা লেখা চিঠির উত্তরে বলেছেন যে, সবাই মিলে একজন নতুন সভাপতি খোঁজার দরকার। কারণ তিনি এখন আর এই দায়িত্ব পালন করতে চান না। প্রাপ্ত সুত্র অনুযায়ী, সোনিয়া গান্ধী সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। তবে আগামীকাল এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

   

SONIA INNER20171215083249 1

দলের এক বরিষ্ঠ নেতা জানিয়েছেন যে, ১০ আগস্ট কংগ্রেসের কার্য সমিতি দ্বারা সোনিয়া গান্ধীকে আবারও কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করার অনুরোধ করার পর উনি বলেছিলেন যে, তিনি এখন আর এই পদে থাকতে চান না। জানিয়ে দিই, ২০১৪ এর লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সোনিয়া গান্ধী।

এরপর কংগ্রেসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রাহুল গান্ধী। কিন্তু ২০১৯ এ আবারও বিজেপির কাছে হারের পর রাহুল গান্ধীও এই পদ থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর আবারও কংগ্রেসের দায়িত্ব চলে আসে সোনিয়া গান্ধীর কাঁধে। এখন আবার রাহুল গান্ধীকে সভাপতি করার দাবি করা হচ্ছে, কিন্তু রাহুল গান্ধী এই দায়িত্ব নিতে ইচ্ছুক না। সেই হিসেবে ধরে নেওয়া হচ্ছে যে, কংগ্রেসের আগামী সভাপতি প্রিয়াঙ্কা গান্ধী হতে পারেন। যদিও ওনার নাম নিয়ে এখনো কোন প্রস্তাব সামনে আসেনি।

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর