মুখ্যমন্ত্রী উপ মুখ্যমন্ত্রীর পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণে রবিবার বৈঠকে বসছেন সনিয়া ও শরদ

বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পর সরকার গঠন কার্যত নাটকীয় রূপে পরিণত হয়েছে। সরকার গঠনের দাবিতে অনড় শিবসেনা তাই বিজেপিকে যেমন শর্ত দিয়েছে ঠিক তেমনই এনসিপি কেও নিজেদের দল থেকে মুখ্যমন্ত্রী করার দাবি জানিয়ে এসেছিলেন। তাই তো ত্রিশ বছরের জোট ভেঙে যখন বিজেপি সরে গিয়েছে ঠিক তখনই এনসিপি ও কংগ্রেসের হাত ধরে সরকার গঠন করতে চলেছে শিব সেনা।881266 sonia uddhav pawar

যদিও এর আগে রাজ্যপাল সরকার গঠনের জন্য শিবসেনা ও বিজেপি এবং এনসিপিকে ডেকে পাঠিয়েছিল কিন্তু সিদ্ধান্ত না নেওয়ায় রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে তবে অবশেষে শনিবার বিকেল তিনটে নাগাদ আবারও রাজ্যপাল ভগত সিং কোয়ারির সঙ্গে সাক্ষাত্ করবেন কংগ্রেস শিবসেনা ও এনসিপি প্রতিনিধিরা। তবে ক্ষমতা বণ্টনে কে কোন পদে থাকবেন তা নিয়ে কিন্তু এখনও বেশ টানাপড়েন রয়েছে শিবসেনা কংগ্রেস এবং এনসিপি র মধ্যে।

তাই রবিবার আবারও কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে শরদ পাওয়ারের বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্য দিকে শরদ পাওয়ার মহারাষ্ট্রের পাঁচ বছরের জন্য দলীয় সরকার গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন যদিও মুখ্যমন্ত্রীর পদ ভাগাভাগি নিয়ে তেমন কোনও কথা জানাননি। যদিও শুক্রবার অভিন্ন ন্যূনতম কর্মসূচিতে মুখ্যমন্ত্রী পদ শিবসেনাকে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দুটো উপমুখ্যমন্ত্রীর পদ পাচ্ছে কংগ্রেস ও এনসিপি

তবে বাকি পদক্ষেপগুলি নিয়েই শরদ পাওয়ার এবং সনিয়া গাঁধীর মধ্যে বৈঠক হওয়ার কথা। তাই তো এর আগে বৃহস্পতিবার শিবসেনা ও এনসিপি কংগ্রেস পারস্পরিক আলোচনার মাধ্যমে অভিন্ন কর্মসূচির প্রাথমিক খসড়া প্রস্তুত করে ফেলেছে। 42 জন মন্ত্রীর কী ভাবে ক্ষমতা বণ্টন হবে তা নিয়ে কিন্তু এখনও সন্দেহ রয়েছে।


সম্পর্কিত খবর