গান পছন্দ না হলেও গুণ গাইতে বলা হয়, হিন্দি রিয়েলিটি শোগুলি বাদ দিয়ে বাংলার প্রশংসা সোনুর

বাংলাহান্ট ডেস্ক: হিন্দি রিয়েলিটি শোগুলির (Reality Show) গুণমান নিয়ে অনেকদিন ধরেই প্রশ্ন তুলছেন ইন্ডাস্ট্রির গুণী শিল্পীরা। ইন্ডিয়ান আইডলের প্রতিযোগীদের গানকে প্রশংসার অযোগ‍্য বলে বিতর্কের সূত্রপাত করেছিলেন কিশোর কুমার পুত্র অমিত কুমার‌। তাঁর সুরেই সুর মিলিয়েছেন আশা ভোঁসলে, বিশাল ডাডলানির মতো গায়ক গায়িকারা। এবার সোনু নিগম (Sonu Nigam) মুখ খুললেন হিন্দি রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব ছাড়া নিয়ে।

একটা সময় রিয়েলিটি শোয়ের সঞ্চালনা ছেড়ে বিচারকের আসনে বসেছিলেন সোনু। দীর্ঘদিন পর্যন্ত সা রে গা মা পা, ইন্ডিয়ান আইডলের মতো শোয়ের বিচারকের আসনে থেকেছেন তিনি। তবে বহুদিন হয়ে গেল বিচারক হিসাবে আর দেখা যায় না তাঁকে। বরং বাংলা রিয়েলিটি শো সুপার সিঙ্গার থ্রি তে দেখা যাচ্ছে সোনুকে।

sonu
হিন্দি শোগুলিকে প্রত‍্যাখ‍্যান করে বাংলা শোয়ের জন‍্য হ‍্যাঁ বললেন কেন? সোনু জানান, সুপার সিঙ্গার থ্রি নিয়ে তাঁর বরাবরই উচ্চ প্রত‍্যাশা ছিল। হিন্দি শোগুলিকে তিনি বাদ দিয়ে দিয়েছেন। কারণ প্রতিটি শোতেই তাঁকে একই জিনিস বলতে বলা হয়। কোনো প্রতিযোগীর গান পছন্দ না হলেও প্রশংসা করতে হয়।

সোনু বলেন, “হিন্দি শোগুলির উপর থেকে আমার আগ্রহ হারিয়ে গিয়েছে। আমি শুধু টাকা রোজগারের কথা ভাবি না। আর শোয়ের অংশ হতে হবে বলেই হওয়া, এটাও আমার ভাল লাগে না। তাই এখন আল হিন্দি শো গুলির প্রস্তাব গ্রহণ করি না আমি।”

এর আগে অমিত কুমার যখন ইন্ডিয়ান আইডল নিয়ে মুখ খুলেছিলেন, তখন তাঁকেই সমর্থন করতে দেখা গিয়েছিল সোনুকে। তখন রিয়েলিটি শোয়ের নাম না নিয়েই তিনি বলেছিলেন, ‘প্রতিযোগীদের কিছু শেখানোর জন‍্যই আমরা বিচারক হই। সবসময় বাহ বাহ করলে কী করে চলবে? সৎ উপদেশ দেওয়া উচিত সবসময়। আমরা যদি সবসময় ওদের প্রশংসা করি তবে প্রতিযোগীরা নিজেরাও বুঝতে পারবে না কখন তারা ভাল গাইছে আর কখন খারাপ।’

এক সাক্ষাৎকারে সোনু বলেছিলেন, তিনি স্পষ্ট কথার মানুষ। সঙ্গীত সম্পর্কে তাঁর সম‍্যক জ্ঞান রয়েছে, তাই কেউ তাঁকে বলে দিতে পারে না যে তিনি কীভাবে ব‍্যবহার করবেন না করবেন। যদি তাঁকে কোনো কিছু করতে বলা হয় তবে তিনি করবেন ঠিকই কিন্তু সেগুলো আদৌ তিনি উপভোগ করবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে সোনু্র।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর