বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্র আর কর্ণাটকের সরকারের থেকে অনুমতি নেওয়ার পর বলিউড (Bollywood) অভিনেতা সোনু সুদ (Sonu Sood) লকডাউনের কারণে ফেঁসে থাকা শ্রমিকদের জন্য বাহনের ব্যবস্থা করে দেন। সনু ১০ টি বাসের আয়োজন করেন। সোমবার থানে মহারাষ্ট্র থেকে গুলবর্গা কর্ণাটকের জন্য বাস রওনা দেয়। অভিনেতা শ্রমিকদের বিদায় জানাতে বাস টার্মিনালেও যান।
এই বিষয়ে সোনু সুদ বলেন, ‘বর্তমান সমস্যে যখন আমরা সবাই এই বৈশ্বিক মহামারীর সাথ যুদ্ধ করছি, তখন সবাই তাঁর নিজের পরিবারের মানুষের কাছেই থাকতে চায়। আমি মহারাষ্ট্র আর কর্ণাটক সরকারের কাছে এই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে অনুমতি প্রাপ্ত করেছি।”
সোনু বলেন, আমি ছোট বাচ্চা আর এই বয়স্ক মা-বাবাদের রাস্তায় হেঁটে বাড়়ি ফেরার দৃশ্য খুব কষ্ট দেয়। সোনু বলেন, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি আর আগামী দিনেও করব।
#SonuSood arranged bus transport for stranded migrant workers amid the #COVID19 pic.twitter.com/0kYOdNxlQZ
— IndiaTV ShowBiz (@IndiaTVShowbiz) May 11, 2020
সোনু সম্প্রতি পাঞ্জাবের ডাক্তারদের ১ হাজার ৫০০ পিপিই কিট দান করেছেন। উনি মুম্বাইয়ের জুহুতে থাকা নিজের হোটেল ফ্রন্টলাইনকে শ্রমিকদের জন্য খুলে দিয়েছেন।