বিজেপির সহায়তাতেই ‘হিরো’ সাজা! রাজনীতিতে যোগ দিচ্ছেন? মুখ খুললেন সোনু সূদ

বাংলাহান্ট ডেস্ক: একেই বলে বাস্তবের হিরো। একের পর এক কাজ করে সারা দেশের মানুষের মন জয় করে নিচ্ছেন সোনু সূদ (sonu sood)। পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়ে উঠেছেন তিনি। যে যেখানেই বিপদে পড়েছে, অর্থসঙ্কটে বাড়ি ফিরতে পারছে না, সোনুর সঙ্গে যোগাযোগ করলেই তিনি অবতীর্ণ হচ্ছেন ত্রাতার ভূমিকায়। এখনও পর্যন্ত প্রায় ১৮০০০ পরিযায়ী শ্রমিককে বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি।
কিন্তু এসবের মাঝে জোর গুঞ্জন শোনা যাচ্ছে, সোনু নাকি বিজেপিতে (bjp) যোগ দিচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া শ্রমিকদের নিজেদের রাজ‍্যে পাঠিয়ে দিচ্ছেন তিনি। সবার সাধ‍্যমতো সাহায‍্যের চেষ্টা চালাচ্ছেন। কিন্তু অনেকেই অভিযোগ করেছেন আসলে বিজেপির সহায়তাতেই এতসব কাজ করছেন অভিনেতা।
অবশেষে এই সব অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন সোনু সূদ। সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, রাজনীতিতে যোগ তিনি দিচ্ছেন না। সোনুর কথায়, “অভিনেতা হিসাবে আমি খুবই খুশি। এই পেশায় উন্নতি করারও সুযোগ পাচ্ছি। রাজনীতিতে যোগ আমি দিচ্ছি না।”

sonu sood 2
পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে সোনুর উদ‍্যোগ দেখে অনেকেই দাবি করেছেন, বিজেপির সহায়তাতেই এসব করছেন তিনি। এর উত্তরে অভিনেতা বলেন, “সব রাজ‍্যেই আলাদা আলাদা সরকার রয়েছে। তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার পরেই এই উদ‍্যোগ নিয়েছি আমি। তবে যে অভিযোগ উঠেছে তাতে আমি হতাশ নই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমার সাহায‍্য চাইছেন, ধন‍্যবাদ জানাচ্ছেন। এটাই সবথেকে বড় পাওয়া। এর বাইরে রাজনীতিতে যোগ দিতে চাইনা।”
সোনু আরও জানান, কয়েক রাত তিনি ঠিক মতো ঘুমোতেও পারছেন না। প্রচুর ফোন আসছে। তাঁর বন্ধু, পরিবারের সদস‍্যরাও সেই সব ফোন থেকে তথ‍্য সংগ্রহ করছে। এরপরেই সোনু চিন্তা করেন, এভাবে অনেকের কাছেই পৌঁছনো সম্ভব নয়। তাই তিনি টোল ফ্রি নম্বরের ব‍্যবস্থা করেছেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর