বাংলাহান্ট ডেস্ক: শিবরাত্রিতে (shiv ratri) শিবের ছবি না পাঠিয়ে অসহায়দের সাহায্য করার কথা বলেছিলেন সোনু সূদ (sonu sood)। তার জন্যই এবার তুমুল ট্রোলের মুখে পড়তে হল অভিনেতাকে। অনেকেই সমর্থন জানিয়েছেন সোনুকে। তবে নেটিজেনদের একাংশের নিশানায় চলে এসেছেন সোনু এমন টুইট করে।
একজন লিখেছেন, ‘নিজের ছবির মুক্তির আগেও এমনি কথা বলবেন তো? আমার ছবির টিকিট না কিনে সেই টাকায় গরীবদের খাবার কিনে দিন।’ আবার আরেকজন সোনুকে কড়া আক্রমণ শানিয়ে লিখেছেন, ‘মনুষ্যত্বের কোনো ধর্ম হয় না। কিন্তু আপনি সেখানেই বিভেদ করছেন। শিবরাত্রিতে আপনি এমন উপদেশ দিচ্ছেন কিন্তু ইদ বা বড়দিনে দেন না কেন? আপনি যে বিভেদ করেন তা নিজেই প্রমাণ করে দিলেন।’
মহা শিবরাত্রির দিন দুঃস্থদের সাহায্যের অনুরোধ করে ফের একবার সকলের মন জয় করে নিলেন সোনু। এদিন টুইট করে তিনি লেখেন, ‘শিব ভগবানের ফটো না পাঠিয়ে কারোর সাহায্য করে শিবরাত্রি পালন করুন।’ সোনুর এই টুইটটি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এর জন্যই নিন্দার সম্মুখীন হয়েছেন সোনু।
এর আগে প্রেমের মাসে পশুদের প্রতিও ভালবাসা দেখিয়ে সোনু প্রমাণ করেন তাঁর বিশাল হৃদয়ে স্থান রয়েছেন সবারই। প্রাণীহত্যার বিরুদ্ধে সরব হন সোনু। এই প্রেমের মাসে খাবারের জন্য প্রাণীহত্যা না করে নিরামিষ আহারের আবেদন জানান তিনি সকলকে।
গত বছরেই পেটা ইন্ডিয়ার তরফে ভারতের ‘হটেস্ট’ নিরামিষাশীর তকমা পেয়েছিলেন সোনু সূদ। এবার পেটা ইন্ডিয়ার হয়ে তাদের একটি নতুন প্রচারের জন্য একটি বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গিয়েছে সোনুকে। কাঁধে কয়েকটি মুরগির ছানা নিয়ে দেখা গিয়েছে সোনুকে।
তাঁকে বলতে শোনা যায়, ‘এই ভ্যালেন্টাইনস ডে তে আমি আবেদন করছি সকলকে মুরগি, গরু, ছাগল, শূকর, মাছের প্রতি একটু ভালবাসা দেখান। উদারতার থেকে বেশি আকর্ষণীয় আর কিছু নেই। নিরামিষ খেয়ে আমরা সকলেই প্রাণী, আমাদের পৃথিবী ও নিজেদের শরীরের প্রতি উদার হতে পারি।’
প্রসঙ্গত, লকডাউন শেষ হয়ে গেলেও কাজ শেষ হয়নি সোনুর। এখনও প্রতিনিয়ত সাহায্যের প্রার্থনায় সাড়া দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। পড়ুয়াদের পড়াশোনার সুযোগ সুবিধা, অসহায় রোগীর সাহায্য সব কাজেই এগিয়ে আসছেন সোনু। মানুষ ধন্য ধন্য করছেন অভিনেতাকে।