বাংলাহান্ট ডেস্ক: একের পর এক কাজ করে সারা দেশের মানুষের মন জয় করে নিচ্ছেন সোনু সূদ (sonu sood)। পরিযায়ী শ্রমিকদের (migrant workers) ত্রাতা হয়ে উঠেছেন তিনি। যে যেখানেই বিপদে পড়েছে, অর্থসঙ্কটে বাড়ি ফিরতে পারছে না, সোনুর সঙ্গে যোগাযোগ করলেই তিনি অবতীর্ণ হচ্ছেন ত্রাতার ভূমিকায়।
এবার ওড়িশা (odisha) নিবাসী শতাধিক তরুনীর পাশে দাঁড়ালেন সোনু। কেরলে আটকে পড়া ১৭০ জন ওড়িশার বাসিন্দা তরুনীদের নিরাপদে নিজেদের বাড়িতে পৌঁছে দিলেন তিনি। প্রথমে বিমানে করে তাদের ভুবনেশ্বর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে রাজ্যের তরফ থেকে পরিবহনের ব্যবস্থা করে ওই তরুনীদের পৌঁছে দেওয়া হয় নিজেদের বাড়ি।
সোনুর এই উদ্যোগে আপ্লুত ওড়িশাবাসী এক অভিনব উপায় বের করেছেন তাঁকে ধন্যবাদ জানানোর জন্য। অভিনেতার নাম লিখে ১১ হাজার পোস্টকার্ড তাঁর বাড়িতে পাঠানো হচ্ছে। কেন্দ্রাপাড়ার জেলাশাসক প্রথম এই বিষয়ে উদ্যোগ নেন। ওড়িশার মুখ্যমন্ত্রীর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও সোনু সূদকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করা হয়।
Thank Bollywood actor @SonuSood for coming forward to help #Odisha girls, stranded in Kerala during nationwide #COVID19 lockdown, to reach home safe. His humanitarian gesture is indeed commendable.
— CMO Odisha (@CMO_Odisha) May 29, 2020
সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের সহায়তার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেন সোনু। তিনি জানান, টোল ফ্রি ওই নম্বরে ফোন করলেই পৌঁছে যাবে সাহায্য। কিছুদিন আগেই তামিলনাড়ুর ইডলি বিক্রেতাদের নিজেদের রাজ্যে পাঠিয়েছেন সোনু।
তামিলনাড়ু থেকে মহারাষ্ট্রে রোজগারের আশায় আসেন এই ইডলি বিক্রেতারা। কিন্তু লকডাউনের মধ্যে মুম্বইতেই আটকে পড়েন তারা। এদিকে মহারাষ্ট্রে দ্রুত হারে বেড়ে চলেছে করোনা। এমতাবস্থায় বাড়ি ফেরার জন্য সোনুর সাহায্য চেয়েছিলেন তারা। তাদের ডাকে সাড়া দিয়ে বাসের ব্যবস্থা করেন অভিনেতা।