ক্লান্তি নেই, দুর্ঘটনাগ্রস্ত ব‍্যক্তিকে পাঁজাকোলা করে হাসপাতালে নিয়ে গেলেন সোনু! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে অনেকটাই। পরিযায়ী শ্রমিকরাও বাড়ি ফিরে গিয়েছেন। কিন্তু ছুটি নেননি সোনু সূদ (sonu sood)। ২০২০ তে দেশবাসীর দুর্দশা দেখে যে ভাবে নিজের উদ‍্যোগে পথে নেমেছিলেন তিনি, এই ২০২২ এ এসেও দৃশ‍্যটা একই রকম রয়েছে। বুধবার সোনুর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়, যেখানে এক দুর্ঘটনাগ্রস্ত ব‍্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যাচ্ছে তাঁকে।

সোনু সূদ ফাউন্ডেশনের তরফে ভিডিওটি শেয়ার করা হয়েছে। জানা যাচ্ছে, হাইওয়েতে দুটি গাড়ির সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়েন এক ব‍্যক্তি। গাড়ি থেকে বেরোতে পারেননি তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে সোনু ও তাঁর দলবল দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত ব‍্যক্তিকে উদ্ধার করার চেষ্টায় রয়েছেন।

Screenshot 2022 02 09 20 39 27 331 com.twitter.android
কোনো রকমে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির দরজা খুলে ভেতরে ঢোকেন সোনু। অজ্ঞান অবস্থায় থাকা আহত ব‍্যক্তিকে দুহাতে তুলে কোলে করে নিয়ে বাইরে আসেন তিনি। অন‍্য একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত ব‍্যক্তিকে। হাসপাতালে পৌঁছেও খবরাখবরের জন‍্য অপেক্ষা করতে দেখা যায় সোনুকে। অভিনেতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

২০২০ তে বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরা যেখানে ঘরে বসে সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে সহানুভূতি দেখিয়ে বা নিদেনপক্ষে ত্রাণ তুলেই খালাস, সেখানে কোনো সাহায‍্য ছাড়াই দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পথে নেমে পড়েছিলেন সোনু। তখন কোথায় তাঁর সেলিব্রিটি ইমেজ! দেশ জুড়ে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে সম্পূর্ণ নিজের চেষ্টায় বাস, ট্রেন, বিমানে করে নিরাপদে বাড়ি পাঠিয়েছিলেন সোনু।

https://twitter.com/SoodFoundation/status/1491289244606042114?t=mpcC5tRDjQ8CJxjiF1H7UQ&s=19

প্রমাণ করে দিয়েছিলেন সমাজের ভাল করতে রাজনীতির সাসায‍্য লাগে না। করোনা কালে মানুষ পেয়েছিল বাস্তবের নায়ককে। গোটা দেশ জুড়ে ধন‍্য ধন‍্য রব উঠেছিল সোনুর জন‍্য। বিভিন্ন ভাবে অভিনেতাকে সম্মান ফিরিয়ে দিয়েছে মানুষ। এখন পরিস্থিতি অনেকটা ভাল হলেও ভাল কাজ থামাননি সোনু। কেউ সাহায‍্য চাইলেই ছুটে যান তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর