বাংলাহান্ট ডেস্ক: এশিয়ার তাবড় তারকাদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে সবার সেরা বলিউডের সোনু সূদ (sonu sood)। এশিয়ার সবথেকে জনপ্রিয় পঞ্চাশ জন তারকাদের মধ্যে সোনুই রয়েছেন প্রথম স্থানে। এমনটাই সম্প্রতি জানা গিয়েছে ব্রিটেনের জনপ্রিয় পত্রিকা ইস্টার্ন আইয়ের (eastern eye) তরফে।
গত বছরের মতো এই বছরেও ব্রিটেনের এই পত্রিকার তরফে প্রকাশিত হয়েছে ২০২০ সালে এশিয়ার সবথেকে জনপ্রিয় ৫০ জন তারকার তালিকা। সেই তালিকায় প্রথম স্থানে রয়েছে সোনু সূদের নাম। এই ৫০ জনের তালিকায় রয়েছেন দক্ষিণী সুপার স্টার প্রভাসও।
কিন্তু বলিপাড়ার প্রথম সারির তারকা অক্ষয় কুমার, হৃতিক রোশনকে হারিয়ে সোনু এক্কেবারে প্রথম স্থানে কিভাবে পৌঁছলেন তা নিয়ে বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এই প্রসঙ্গে, ইস্টার্ন আই পত্রিকার বক্তব্য, লকডাউনের সময় যে তারকারা নিজেদের খ্যাতির গন্ডিতে আটকে না থেকে সমগ্র সমাজের কল্যাণে ও অসহায় মানুষদের সাহায্যে হাত বাড়িয়েছেন তারাই এই সম্মান পেয়েছেন। উপরন্তু পছন্দের তারকাদের নির্বাচন করার সুযোগ পেয়েছেন নেটজনতাও।
ইস্টার্ন আই পত্রিকার বিনোদন বিভাগের এডিটর আসজাদ নাজিরের কথায়, “লকডাউনের সময় যেভাবে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে সাহায্য করেছেন সোনু, এমনকি আর্থিক সাহায্যের মাধ্যমে যে ভাবে তাদের জীবনে ফের ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন তাতে এই সম্মান তাঁরই প্রাপ্য ছিল।”
এমনতর সম্মান পেয়ে সোনুর কি বক্তব্য? অভিনেতার কথায়, “দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার যা কর্তব্য ছিল আমি শুধুমাত্র তাই করেছি। লকডাউনের ওই সময় সকল দেশবাসীরই উচিত সাহায্যে এগিয়ে আসা। জীবনের শেষ দিনটা পর্যন্ত এই ভাবেই মানুষের জন্য কাজ করে যেতে পারব, এই আশাই করি। মানুষের ভালবাসা ও আশীর্বাদেই এই সম্মান পেয়েছি।”