২৫০০ কেজি চাল দিয়ে তৈরি সোনুর ছবি! ভক্তদের ভালবাসা দেখে থ মসিহা

বাংলাহান্ট ডেস্ক: অতিমারি দেশ থেকে বিদায় নিয়েছে অনেকদিন হল। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে অনেকটাই। কিন্তু করোনা কালের স্মৃতি এখনো ভুলতে পারেননি অনেকেই। আর সেই সঙ্গে মানুষ ভোলেনি অভিনেতা সোনু সূদের (Sonu Sood) অবদানও। নিজের জীবনের বাজি রেখে অসহায় মানুষের জন্য পথে নেমেছিলেন তিনি। নিজে উদ্যোগ নিয়ে বিভিন্ন রাজ্য থেকে বাড়ি ফিরিয়েছেন পরিযায়ী শ্রমিকদের। তাঁর পরিশ্রম, সাহায্য আজো ভোলেনি মানুষ।

নানান ভাবে সোনুকে অবদান ফিরিয়ে দিয়েছেন তারা। ধন্যবাদ জানাতে অনেকে অদ্ভূত সব কাজকর্মও করেছেন। সম্প্রতি সোনুর কিছু ভক্ত চাল দিয়ে তাঁর এক বিরাট প্রতিকৃতি তৈরি করেন। এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অভিনেতার বেশ কয়েকজন অনুরাগী মিলে এক একর জমির উপরে প্রায় ২৫০০ কেজি চাল দিয়ে তৈরি করেন প্রতিকৃতি। মধ্যপ্রদেশের তুকোজি রাও পাওয়ার স্টেডিয়ামে হয়েছে এই কর্মকাণ্ড।

   

Sonu

গোটা কর্মকাণ্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোনু। ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন, ব্যবহৃত ২৫০০ কেজি চাল একটুও নষ্ট করা হয়নি। বরং সব চল এনজিও মারফত দুঃস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। সোনুর শেয়ার করা ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। উপরন্তু চাল বিতরণের উদ্যোগেরও প্রশংসা করেছেন নেটিজেনরা।

এর আগেও এমন বড় কর্মকাণ্ড হয়েছে সোনুর জন্য। কোথাও তৈরি হয়েছে তাঁর মন্দির, আবার কোথাও তাঁর পোস্টার ধোওয়া হয়েছে বালতি বালতি দুধ দিয়ে। কিন্তু সোনু বরাবর খাবার নষ্ট করার বিপক্ষে থেকেছেন। ভক্তদের ভালবাসার জন্য ধন্যবাদ জানালেও খাবার নষ্ট না করার আর্জি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, আপাতত একাধিক প্রোজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন সোনু। ‘ফতেহ’ ছবির শুটিং করছেন তিনি। ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজের বিপরীতে দেখা যাবে তাঁকে। জানা যাচ্ছে, বডি ডাবল ছাড়াই ভয়ঙ্কর সব স্টান্ট করতে দেখা যাবে সোনুকে। এছাড়াও রোডিজ এর আগামী সিজনেও দেখা মিলবে অভিনেতার।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর