অর্থের অভাবে হচ্ছিল না হার্টের অপারেশন, এক বছরের শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন সোনু সূদ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: লকডাউনে (lockdown) পরিযায়ী শ্রমিক ও দরিদ্র মানুষদের জন‍্য ‘সুপারম‍্যান’এর অবতারে হাজির হয়েছিলেন সোনু সূদ (sonu sood)। বলিউডের পরিচিত এই অভিনেতার যেন সম্পূর্ণ নতুন এক রুপের সঙ্গে পরিচয় ঘটেছে লকডাউনের সময়। অক্লান্ত পরিশ্রমে যারাই সাহায‍্য চেয়েছেন তাদের জন‍্য ছুটে গিয়েছেন সোনু।

লকডাউন শেষ হয়ে গেলেও কাজ শেষ হয়নি সোনুর। এখনও প্রতিনিয়ত সাহায‍্যের প্রার্থনায় সাড়া দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। পড়ুয়াদের পড়াশোনার সুযোগ সুবিধা, অসহায় রোগীর সাহায‍্য সব কাজেই এগিয়ে আসছেন সোনু। মানুষ ধন‍্য ধন‍্য করছেন অভিনেতাকে।


ফের একবার ‘মসিহা’ রূপে অবতীর্ণ হলেন সোনু। এক শিশুর হার্টের চিকিৎসার যাবতীয় খরচ নিজের কাঁধে তুলে নিলেন তিনি। ঝাঁসির নন্দনপুরার বাসিন্দা ছোট্ট আহমেদের হার্টে ফুটো রয়েছে। আর্থিক অনটনের কারণে এক বছরের আহমেদের চিকিৎসা করাতে পারছিলেন না তাঁর বাবা মা।

এই খবর পড়েই শিশুটির সাহায‍্যের জন‍্য হাত বাড়িয়ে দেন সোনু। আজ ৪ ঠা এপ্রিল থেকে শিশুটির চিকিৎসা শুরু হয়েছে। শোনা গিয়েছে আহমেদের বাবা মাকে মুম্বই ডেকে নিয়েছেন সোনু। এখানেই হবে শিশুটির চিকিৎসা। সোনুর এই মহানুভবতায় ধন‍্য ধন‍্য পড়ে গিয়েছে নেটমহলে।

সম্প্রতি শিবরাত্রিতে শিবের ছবি না পাঠিয়ে মানবসেবা করতে বলেছিলেন সোনু। তার জন‍্যই তুমুল ট্রোলের মুখে পড়তে হয় অভিনেতাকে। অনেকেই সমর্থন জানিয়েছেন সোনুকে। তবে নেটিজেনদের একাংশের নিশানায় চলে এসেছেন সোনু এমন টুইট করে।

একজন লেখেন, ‘নিজের ছবির মুক্তির আগেও এমনি কথা বলবেন তো? আমার ছবির টিকিট না কিনে সেই টাকায় গরীবদের খাবার কিনে দিন।’ আবার আরেকজন সোনুকে কড়া আক্রমণ শানিয়ে লেখেন, ‘মনুষ‍্যত্বের কোনো ধর্ম হয় না। কিন্তু আপনি সেখানেই বিভেদ করছেন। শিবরাত্রিতে আপনি এমন উপদেশ দিচ্ছেন কিন্তু ইদ বা বড়দিনে দেন না কেন? আপনি যে বিভেদ করেন তা নিজেই প্রমাণ করে দিলেন।’

মহা শিবরাত্রির দিন দুঃস্থদের সাহায‍্যের অনুরোধ করে সোনু লেখেন, ‘শিব ভগবানের ফটো না পাঠিয়ে কারোর সাহায‍্য করে শিবরাত্রি পালন করুন।’ সোনুর এই টুইটটি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ‍্যেই। এর জন‍্যই নিন্দার সম্মুখীন হয়েছেন সোনু।

সম্পর্কিত খবর

X