দুধ দিয়ে ধোয়া হল সোনুর প্রমাণ সাইজের পোস্টার, ভিডিও দেখে ‘আপ্লুত’ অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক: গত বছর মার্চে লকডাউনের সময় থেকেই দেশবাসীর জন‍্য সাহায‍্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন সোনু সূদ (sonu sood)। তখন থেকেই এক ভাবে অসহায় মানুষকে সাহায‍্য করে চলেছেন তিনি। পরিবর্তে মানুষও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে। বিভিন্ন ভাবে সোনুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

এবার দুধ দিয়ে সোনুর পোস্টার ধুয়ে দেওয়ার দৃশ‍্য দেখা গেল অন্ধ্র প্রদেশে। এই ঘটনা অন্ধ্র প্রদেশের শ্রীকলহস্তির চিত্তুর জেলার। অভিনেতাকে ধন‍্যবাদ জানানোর জন‍্য তাঁর একটি প্রমাণ মাপের পোস্টারকে দুধ দিয়ে ধুইয়ে দিতে দেখা গেল। ভিডিওটিই এখন তুমুল ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

Sonu Sood 1200 5
ভিডিওটি চোখে পড়েছে সোনুরও। তিনি উত্তরে লিখেছেন, ‘আপ্লুত’। এর আগে সোনুকে সম্মান জানানোর জন‍্য তেলেঙ্গানার সিদ্দিপেত জেলার ডাব্বা টান্ডা গ্রামের বাসিন্দারা এক মন্দির তৈরি করেন সোনুর নামে। গত বছরের ২০ ডিসেম্বর এই মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দিরে সোনুর একটি মূর্তিও রাখা হয়েছে। গ্রামবাসী ও মূর্তি শিল্পীর উপস্থিতিতে প্রতিষ্ঠা হয় এই মন্দির।

উত্তর থেকে দক্ষিণ, দেশের যে প্রান্তেই পরিযায়ী শ্রমিকদের আটকে পড়ার খবর পেয়েছেন তাদের সাহায‍্যে পাঠিয়েছেন বাস, ট্রেন, বিমান পর্যন্ত। শুধুমাত্র দেশের মধ‍্যেই আটকে থাকেনি তাঁর কাজ। বিদেশেও লকডাউনের মধ‍্যে যারা আটকে পড়েছিলেন বিশেষ বিমান পাঠিয়ে তাদের উদ্ধার করে এসেছেন সোনু।

https://www.instagram.com/p/CPF11r2JMW7/?utm_medium=copy_link

শুরুটা হয়েছিল এভাবে। একে একে মানুষের সাহায‍্যে ‘রবিন হুড’ হয়ে উঠেছেন অভিনেতা। দুঃস্থ পড়ুয়াদের জন‍্য স্মার্টফোনের ব‍্যবস্থা করা থেকে অসহায় কৃষকের জন‍্য আস্ত একটা ট্রাক্টর এনে হাজির করা সবই একা হাতে করেছেন সোনু। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়ে যে এমন বৃহত্তর স্বার্থে সাহায‍্যের জন‍্য ঝাঁপ দেওয়া যায় তা হয়তো সোনুকে দেখার আগে কেউ ভাবেওনি।

গত বছর লকডাউন থেকে শুরু করেছিলেন। এ বছরেও থামেননি সোনু। এখন দেশের জন‍্য বাইরে থেকে অক্সিজেন প্ল‍্যান্ট পর্যন্ত নিয়ে আসছেন তিনি। মানুষ দু হাত তুলে আশীর্বাদ করেছেন সোনুকে। সোশ‍্যাল মিডিয়ায় প্রশংসার বন‍্যা। এমনকি পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে সোনুর নামও উল্লেখ করেছেন নেটজনতার একটা বড় অংশ।

Niranjana Nag

সম্পর্কিত খবর