বাংলাহান্ট ডেস্ক: মধ্যপ্রদেশের খাজুরাহোতে ভারতের (India) বায়ুসেনার ক্ষমতা বৃদ্ধির একটি বড় প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে। প্রায় এক হাজার একর জায়গায় তৈরি হবে দেশের অন্যতম বৃহৎ এয়ারবেস — যে পরিকল্পনাটি বাস্তবায়িত হলেই বায়ুসেনার কৌশলগত অপারেশন এবং দ্রুত মোতায়েনের ক্ষমতা একধাক্কায় বাড়বে বলে প্রতিরক্ষা মহল আশাবাদী। স্থানীয় ও কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, নতুন এই ঘাঁটি ‘স্ট্রাইক হাব’ হিসেবে গড়ে তোলা হবে; এতে আধুনিক রানওয়ে, হ্যাঙ্গার, জ্বালানি সাপোর্ট ও রিফুয়েলিং স্ট্যান্ডসহ পূর্ণাঙ্গ অপারেশনাল সুবিধা থাকবে।
খেজুরাহোতে গড়ে উঠছে ভারতের (India) সুপার এয়ারবেস
ঘাঁটিটি ভারতের (India) যে ভৌগোলিক অবস্থানে তৈরি হচ্ছে, তা কৌশলগতভাবে লাভজনক—এখান থেকে পূর্ব, পশ্চিম ও উত্তর দিকগুলোতে দ্রুত বিমানের মোতায়েন সম্ভব হবে। ফলে প্রত্যাশা করা হচ্ছে যে সামরিক অপারেশনে গতিশীলতা বাড়বে এবং প্রতিক্রিয়াশীল সক্ষমতা উন্নত হবে। এয়ার-টু-এয়ার রিফুয়েলিংয়ের ব্যবস্থা থাকায় দীর্ঘ সময় বিমান অভিযান চালানো এবং দ্রুত পুনরায় প্রস্তুত হওয়া সহজ হবে। পাশাপাশি উন্নত এয়ার-ডিফেন্স সিস্টেম স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যা ঘাঁটিটির প্রতিরক্ষামূলক সক্ষমতা আরও বাড়াবে।
আরও পড়ুন:মহিলাদের জন্য ২,৫০০ টাকা! পরিবার পিছু চাকরি, ভোটের ঠিক প্রাক্কালে বিহারে ইস্তেহার প্রকাশ তেজস্বীদের
প্রকল্পটি সম্পর্কে ভারতের (India) প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, খাজুরাহো এয়ারবেস গোটা অঞ্চলের কৌশলগত পরিমণ্ডলে একটি শক্তিশালী বদল নিয়ে আসবে। তারা মনে করেন, অপারেশনাল রেডিমেডনেস, লজিস্টিক সক্ষমতা ও গোপনীয়তা রক্ষা–এই তিনটি ক্ষেত্রে নতুন ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া আধুনিক সুবিধার কারণে বিমান ও ড্রোন-ভিত্তিক আঘাতের কার্যকারিতা বাড়বে এবং সম্মুখসীমার ওপর চাপ কমিয়ে দেওয়া যাবে।

আরও পড়ুন ঘূর্ণিঝড় ‘মান্থা’-র তাণ্ডবে স্থবির আকাশপথ! একদিনেই বাতিল ৩২ টি ফ্লাইট, জানুন রুটগুলি
যদিও সরকারি সূত্রে প্রকল্পটির চূড়ান্ত সময়সীমা, ব্যয় বা পরবর্তী ধাপ সম্পর্কিত আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্র ও বিশেষজ্ঞরা ইতিমধ্যে খাজুরাহো প্রোজেক্টটির কৌশলগত গুরুত্ব সম্পর্কে মত দিয়েছে। তারা বলছেন, একবার এই ঘাঁটি সম্পূর্ণভাবে কার্যকর হলে ভারতের (India) বায়ুসেনার আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা উভয়ই বহু মাত্রায় উন্নীত হবে এবং সামগ্রিকভাবে সামরিক প্রস্তুতিতে তা একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হবে।













