মিথ্যে ভিডিও ছড়ানোর অভিযোগ, দিল্লিতে মমতার বিরুদ্ধে অভিযোগ করলেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী

Published on:

Published on:

Soumendu Adhikari files complaint against Mamata in Delhi Police

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরে দিল্লিতে পরিযায়ী বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা। এবার এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে দিল্লি পুলিশের কাছে সরাসরি অভিযোগপত্র জমা দিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)।

উল্লেখ্য, বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ, আটক এবং হেনস্থার অভিযোগ তুলে গত ২৭ জুলাই নিজের এক্স (X) অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাতে তিনি দাবি করেন, দিল্লি পুলিশের (Delhi Police) এক দল আধার কার্ড যাচাইয়ের নামে এক পরিযায়ী মা ও তাঁর শিশুসন্তানকে মারধর করেছে। পোস্টে তিনি বিজেপিকে (BJP) আক্রমণ করে লেখেন, “এদেখুন কীভাবে একটি শিশুকেও রেহাই দিচ্ছে না বিজেপির ভাষা-সন্ত্রাস।”

এই অভিযোগের বিরুদ্ধে সরব হন সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর পোস্টটি ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’। দিল্লি পুলিশের ভাবমূর্তি নষ্ট করতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলেই তাঁর অভিযোগ। দিল্লি পুলিশের কমিশনারকে চিঠি দিয়ে তিনি অনুরোধ করেন, মমতার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

Soumendu Adhikari files complaint against Mamata in Delhi Police

আরও পড়ুনঃ বাংলা অন্য নিয়মে চলে? রাজ্যের বকেয়া টাকা না পাওয়া নিয়ে কাকলি প্রশ্নের বিস্ফোরক জবাব দিল কেন্দ্রীয় মন্ত্রী

এই প্রসঙ্গে আগেই বিবৃতি দিয়েছিলেন পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া। তিনি জানান, ‘ভিডিয়োটিতে দেখানো পরিবারটি নিজেরাই স্বীকার করেছে যে, এটি তারা বানিয়েছে এক আত্মীয়র অনুরোধে। সেই আত্মীয়কে আবার নির্দেশ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মালদার এক রাজনৈতিক নেতা।’ ডিসিপি-র দাবি, ‘ভিডিওটি সম্পূর্ণ ‘ফেক’ এবং কোনও পুলিশি নির্যাতনের প্রমাণ মেলেনি। বরং এটি বানানো হয়েছে দিল্লি পুলিশকে কলঙ্কিত করতে।’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) অভিযোগ করা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ভুয়ো ভিডিও প্রসঙ্গে বিজেপি সাংসদের আইনি পদক্ষেপে ফের তপ্ত রাজ্য রাজনীতি।